Chandrababu Naidu’s arrest: শিসের শব্দে তীব্র প্রতিবাদ, কান পাতা দায় অন্ধ্র বিধানসভায়, দেখুন

Chandrababu Naidu's arrest: শুক্রবার, বিধানসভায় আরও এক অভিনব উপায়ে চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদ জানলেন বালকৃষ্ণ ও অন্যান্য টিডিপি বিধায়করা। যেন বৃহস্পতিবার যেখানে শেষ করেছিলেন, এদিন সেখান থেকেই ফের প্রতিবাদ শুরু করেন টিডিপি বিধায়করা।

Chandrababu Naidu's arrest: শিসের শব্দে তীব্র প্রতিবাদ, কান পাতা দায় অন্ধ্র বিধানসভায়, দেখুন
চন্দ্রবাবুর গ্রেফতারির প্রতিবাদে বিধানসভার অন্দরে শিস টিডিপি সাংসদদেরImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2023 | 3:08 PM

নয়া দিল্লি: স্বস্তি পেলেন না অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর জেল হেফাজতের মেয়াদ বাড়াল আদালত। এ দিন অ্যান্টি -কোরাপশন ব্যুরো আদালতের তরফে ২৪ সেপ্টেম্বর অবধি চন্দ্রবাবু নাইডুকে জেল হেজাফতে রাখার নির্দেশ দেওয়া হয়। বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই, বিধানসভা কক্ষের বিভিন্ন দিক থেকে শোনা গেল শিসের আওয়াজ। অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদে, বৃহস্পতিবারই ধুন্ধুমার বেধেছিল অন্ধ্র বিধানসভায়। সেচ মন্ত্রী এ রামবাবুকে চ্যালেঞ্জ করে উস্কানিমূলক অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছিল টিডিপি বিধায়ক তথা অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণের বিরুদ্ধে। বালকৃষ্ণ এবং আরও ১৫ টিডিপি বিধায়ককে বিধানসভার কাজে দেওয়ার অভিযোগে একদিনের জন্য বরখাস্ত করা হয়েছিল। শুক্রবার, বিধানসভায় আরও এক অভিনব উপায়ে চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদ জানলেন বালকৃষ্ণ ও অন্যান্য টিডিপি বিধায়করা। যেন বৃহস্পতিবার যেখানে শেষ করেছিলেন, এদিন সেখান থেকেই ফের প্রতিবাদ শুরু করেন টিডিপি বিধায়করা।

এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে টিডিপি বিধায়করা অধ্যক্ষের চেয়ারের কাছে এগিয়ে আসন। তাঁকে ঘিরে ধরে চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি তোলেন। স্লোগান দেওয়া শুরু করেন। বিষয়টি নিয়ে বিধানসভায় আলোচনার দাবি করেন। আর এর মধ্যেই বালকৃষ্ণ বিধানসভার অভ্যন্তরেই শিস বাজাতে শুরু করেন। প্রতিক্রিয়ায়, অন্ধ্রের অর্থমন্ত্রী বুগ্গানা রাজেন্দ্রনাথ টিডিপি বিধায়কদের তীব্র নিন্দা করেন। বিধানসভার ভিতরে তাঁদের উপযুক্ত আচার-আচরণ বজায় রাখার আহ্বান জানান। তবে, প্রতিবাদী টিডিপি বিধায়কদের থামানো যায়নি। সংবাদ সংস্থা এএনআই-কে বালকৃষ্ণ বলেছেন, “ওয়াইএসআরসিপি নেতারাই বিধানসভায় হট্টগোল শুরু করেছিল। আমরা ন্যায়বিচারের জন্য লড়াই করছি। চন্দ্রবাবু নাইডুকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে।” অন্ধ্র বিধানসভার অধ্যক্ষ থাম্মিনিনি সীতারাম, ‘পক্ষপাতদুষ্ট’ বলে অভিযোগ করেছেন তাঁরা।

দক্ষতা উন্নয়ন কর্পোরেশন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে চন্দ্রবাবু নাইডুর। ৯ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করেছিল সিআইডি। বিজয়ওয়াড়ার দুর্নীতি দমন ব্যুরো আদালত তাঁকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির অভিযোগ, এই কেলেঙ্কারির প্রধান ষড়যন্ত্রকারী হলেন চন্দ্রবাবু নাইডু। কিন্তু, টিডিপির অভিযোগ, চন্দ্রবাবু নাইডুর অগণতান্ত্রিকভাবে গ্রেফতার করা হয়েছে। এই কেলেঙ্কারির সঙ্গে চন্দ্রবাবুর কোনও সম্পর্ক নেই। তাঁর বিরুদ্ধে করা সমস্ত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। মামলাগুলির সবকটিই বেআইনি বলে দাবি টিডিপির। এর মধ্যে, পরবর্তী নির্বাচনে টিডিপির সঙ্গে জোট বেঁধে লড়ার কথা ঘোষণা করেছেন জনসেনা পার্টির নেতা তথা অভিনেতা পবন কল্যাণ।