টুলকিটকাণ্ড: তিন সপ্তাহের জন্য গ্রেফতার করা যাবে না নিকিতাকে, নির্দেশ বম্বে হাইকোর্টের
জুম মিটিংয়ের কথা স্বীকার করে নিয়ে গতকাল আদালতে নিকিতা জেকব জানান, প্রজাতন্ত্র দিবসের আগে একটি জুম মিটিং করা হয়েছিল। এই মিটিংয়ে দিশা, শান্তনু ছাড়াও "পোয়েটিক জাস্টিস"-র প্রতিষ্ঠাতা এমও ধালিওয়ালও যোগ দিয়েছিলেন।
মুম্বই: টুলকিটকাণ্ডে কিছুটা স্বস্তি পেল নিকিতা জেকব (Nikita Jacob)। বুধবার বম্বে হাইকোর্ট জানায়, আগামী তিন সপ্তাহের জন্য নিকিতাকে ট্রানজিট জামিন (Transit Bail) দেওয়া হচ্ছে। গ্রেফতারির ক্ষেত্রে ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তিনি জামিনে মুক্তি পাবেন বলেও জানায় আদালত।
চলতি মাসেই সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ (Greta Thunberg) কৃষক আন্দোলন নিয়ে টুলকিট শেয়ার করাকে ঘিরে বিতর্ক শুরু হয়। টুলকিট তৈরি ও শেয়ার করার অভিযোগে ইতিমধ্যেই বেঙ্গালুরুর পরিবেশকর্মী দিশা রবিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। আইনজীবী তথা পরিবেশকর্মী নিকিতা জেকব ও মহারাষ্ট্রের ইঞ্জিনিয়ার শান্তনু জেকবের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সাইবার সেলের পুলিশ।
কৃষক আন্দোলনকে আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরতে তৈরি করা হয়েছিল টুলকিট (Toolkit)। যদিও পুলিশের অভিযোগ, দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত ও খলিস্তানি আন্দোলনে মদত দেওয়ার জন্যই টুলকিট তৈরি করা হয়েছিল। দেশদ্রোহীতার অভিযোগে অভিযুক্ত নিকিতা ও শান্তনুকে ফেরার বলে ঘোষণার পরই দুজনই তাঁদের আইনজীবীর মারফত জামিনের আবেদন জানায়। গতকালই শান্তনুকে ১০দিনের জন্য ট্রানজিট জামিন দেয় বম্বে হাইকোর্ট। আজ তিন সপ্তাহের জন্য জামিন পেলেন নিকিতাও।
আরও পড়ুন: ‘লকডাউন চান নাকি স্বাধীনতা?’ করোনা পরিস্থিতি সামাল দিতে কড়া সুর ঠাকরের গলায়
সোমবার দিল্লি পুলিশ (Delhi Police) জানায়, দেশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই দিশা, নিকিতা ও শান্তনু এই টুলকিট তৈরি ও শেয়ার করেছিলেন। এই কাজে খলিস্তানপন্থীদের সঙ্গেও তাঁরা যোগাযোগ করেছিলেন। এমনকি, প্রজাতন্ত্র দিবসে বিশৃঙ্খলার আগেই তিন অভিযুক্ত জুম মিটিংয়ে কথাও বলেছিলেন। সেই সূত্র ধরেই সম্পূর্ণ ঘটনার পিছনে বড় কোনও ষড়যন্ত্রের আশঙ্কা করছে দিল্লি পুলিশ।
এদিকে, জুম মিটিংয়ের কথা স্বীকার করে নিয়ে গতকাল আদালতে নিকিতা জেকব জানান, প্রজাতন্ত্র দিবসের আগে একটি জুম মিটিং করা হয়েছিল। এই মিটিংয়ে দিশা, শান্তনু ছাড়াও “পোয়েটিক জাস্টিস”-র প্রতিষ্ঠাতা এমও ধালিওয়ালও যোগ দিয়েছিলেন। নিকিতার আইনজীবী আদালতে যে লিখিত বিবৃতি জমা দিয়েছেন, তাতে বলা হয়েছে “এক্সটিঙ্কশন রেবেলিয়ন ইন্ডিয়া” (Extinction Rebellion India)-র স্বেচ্ছাসেবকরা বিদেশী দর্শকদের কাছে কৃষক আন্দোলনটি সম্পূর্ণভাবে তুলে ধরতে এই টুলকিট তৈরি করেছিল। তিনি জানান, পুলিশ ইতিমধ্যেই নিকিতার ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করেছে। যেকোনও মুহূর্তে তাঁকেও গ্রেফতার করা হতে পারে। এরপরই নিকিতা ও শান্তনুকে আপাতত কয়েকদিনের জন্য গ্রেফতারি থেকে রেহাই দিল আদালত।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলের স্ট্রেনও ভারতে! বিলিতি স্ট্রেনের চেয়েও কেন বেশি দুশ্চিন্তার?