Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টুলকিটকাণ্ড: মিলল না আগাম জামিন, তবুও কিছুটা স্বস্তিতে নিকিতা-শান্তনু

টুলকিটকাণ্ডে (toolkit Case) গ্রেফতারি এড়াতে জামিনের মেয়াদ শেষ হতেই ফের আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন অভিযুক্ত শান্তনু মুলুক, নিকিতা জেকব ও শুভম কর চৌধুরী। তাঁরা আবেদনপত্রে জানিয়েছিলেন, তদন্তকারী সংস্থা যদি একান্তই তাঁদের গ্রেফতার করতে চান, তবে আইনি সুরাহার জন্য তাঁদের সাতদিনের আগাম নোটিস দিতে হবে।

টুলকিটকাণ্ড: মিলল না আগাম জামিন, তবুও কিছুটা স্বস্তিতে নিকিতা-শান্তনু
নিকিতা জেকব ও শান্তনু মুলুক। ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Mar 15, 2021 | 8:27 PM

নয়া দিল্লি: টুলকিটকাণ্ডে এবার অস্বস্তিতে পড়লেন নিকিতা জেকব(Nikita Jacob), শান্তনু মুলুক(Shantanu Muluk) ও শুভম কর চৌধুরী (Shubham Kar Choudhury)। পরিবেশকর্মী দিশা রবি(Disha Ravi)-র গ্রেফতারির পরই আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন অপর অভিযুক্ত নিকিতা জেকব, শান্তনু মুলুক। সেই বার জামিন পেলেও এ বার আর আগাম জামিন পেলেন না তাঁরা। সোমবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট (Patiala House Court) তাঁদের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, টুলকিটকাণ্ডে (toolkit Case) গ্রেফতারি এড়াতে জামিনের মেয়াদ শেষ হতেই ফের আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন অভিযুক্ত শান্তনু মুলুক, নিকিতা জেকব ও শুভম কর চৌধুরী। তাঁরা আবেদনপত্রে জানিয়েছিলেন, তদন্তকারী সংস্থা যদি একান্তই তাঁদের গ্রেফতার করতে চান, তবে আইনি সুরাহার জন্য তাঁদের সাতদিনের আগাম নোটিস দিতে হবে।

আদালতের তরফে অতিরিক্ত বিচারক ধর্মেন্দ্র রানা এই আবেদন খারিজ করে দিলেও পুলিশ নিকিতা, শান্তনুর আগাম নোটিসের প্রস্তাবে রাজি হয়। এরপরই অভিযুক্তরা নিজেদের আগাম জামিনের আবেদন প্রত্যাহার করে নেন।

আরও পড়ুন: ফের ভয় বাড়াচ্ছে করোনা, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন নমো

এর আগে আদালত পরিবেশকর্মী দিশা রবিকে জামিন দেয়। সোমবার পুলিশ আদালতে জানায়, যেহেতু বিদেশের পরিষেবা প্রদানকারীদের সাহায্য নিয়ে মামলার তদন্ত চালানো হচ্ছে, সেক্ষেত্রে হেফাজতে নিয়ে জেরার প্রয়োজনও হতে পারে। আমরা চাই না এমন কোনও পরিস্থিতি সৃষ্টি হোক, যেখানে হেফাজতে নিয়ে জেরার সুযোগ না পাওয়া যায়।

কৃষক আন্দোলন নিয়ে সুইডিশ আবহাওয়া আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ একটি টুলকিট শেয়ার করেন। সেই টুলকিটেই কিছু পরিবর্তন এনে তা টুইটারে শেয়ার করেন দিশা রবি, নিকিতা জেকব, শান্তনু মুলুক প্রমুখ। যদিও তদন্তে নেমে দিল্লি পুলিশ দাবি করে, এই ঘটনার মাধ্যমে খলিস্তানি আন্দোলনে মদত দেওয়া হচ্ছে। এরপরই গ্রেফতার করা হয় দিশা রবিকে। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

আরও পড়ুন: ইতি পড়বে অনুপ্রবেশে, চলতি বছরেই শেষ হবে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের কাজ