টুলকিটকাণ্ড: দিশার ব্যক্তিগত চ্যাট সংবাদমাধ্যমে ফাঁস করা হয়নি, দিল্লি হাইকোর্টে দাবি পুলিশের
মামলার শুনানিতে বিচারপতি প্রতিভা এম সিং বলেন, "দিশা রবির আর্জিটি বিবেচনা করা উচিত।" একইসঙ্গে সংবাদ পরিবেশন কর্তৃপক্ষ ও কয়েকটি মিডিয়া হাউসের নামে নোটিশ জারি করা হয়। আগামিকাল এই বিষয়টি নিয়ে আদালতে শুনানি হবে।
নয়া দিল্লি: টুলকিটকাণ্ডে গ্রেফতার হওয়া পরিবেশকর্মী দিশা রবির ব্যক্তিগত চ্যাট বা তদন্তের অন্য কোনও তথ্য সংবাদ মাধ্যমে ফাঁস করা হয়নি, বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টকে এমনটাই জানাল দিল্লি পুলিশ। গ্রেফতার হওয়ার পরই দিশার ব্যক্তিগত চ্যাটের তথ্য বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়, এর বিরুদ্ধেই দিশা সম্প্রতি দিল্লি হাইকোর্টে একটি আবেদন জানান। একইসঙ্গে তিনটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত চ্যাট প্রকাশের অভিযোগও আনেন।
গত ৩ ফেব্রুয়ারি কৃষক আন্দোলন নিয়ে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ একটি টুলকিট শেয়ার করেন। দিল্লি পুলিশের অভিযোগ, এই টুলকিট শেয়ারের মাধ্যমেই দেশের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এবং খলিস্তানি আন্দোলনেও মদত দেওয়া হচ্ছে। এরপরই টুলকিট তৈরি ও শেয়ারের অভিযোগে গত রবিবার বেঙ্গালুরু থেকে দিশা রবিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় নিকিতা জেকব ও শান্তনুর বিরুদ্ধেও।
নিকিতা ও শান্তনুকে অন্তর্বর্তীকালীন জামিন দিলেও এখনও দিল্লি পুলিশের হেফাজতেই রয়েছেন দিশা রবি। এদিকে, গ্রেফতারির পর একাধিক চ্যানেলে তাঁর ব্যক্তিগত চ্যাট প্রকাশ করার পরই আদালতের হস্তক্ষেপের আবেদন করেন দিশা। আবেদনে তিনি জানান, দিল্লি পুলিশ যেন ব্যক্তিগত কোনও চ্যাট প্রকাশ না করে। এই বিষয়ে তিনি তথ্য সম্প্রচার মন্ত্রকের হস্তক্ষেপের আবেদনও জানান। একইসঙ্গে তিনি জানান, গ্রেফতারির জন্য দিল্লি পুলিশ কোনও ট্রানজিট রিমান্ড নেয়নি এবং আইনজীবীর সঙ্গে পরামর্শের অনুমতিও দেয়নি। বিচার চলাকালীন তাঁর কোনও ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাট যাতে প্রকাশিত না হয়, সেই আবেদন জানান তিনি।
আরও পড়ুন: পুদুচেরিতে আস্থাভোটের মুখে কংগ্রেস, সোমবারই এসপার-ওসপার
আজ মামলার শুনানিতে দিল্লি পুলিশের তরফে আদালতে হাজির ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। বিচারপতি প্রতিভা এম সিংয়ের কাছে দিশা রবির গ্রেফতারি নিয়ে তিনি জানান, পুলিশের তরফে কোনও তথ্য ফাঁস করা হয়নি। দিশা মিডিয়ার নজর কাড়তেই এই আবেদন জানিয়েছে। আগামিকালই দিল্লি পুলিশের তরফে এই মর্মে একটি হলফনামা জমা দেবেন বলেও তিনি জানান।
এদিকে, মামলার শুনানিতে বিচারপতি প্রতিভা এম সিং বলেন, “দিশা রবির আর্জিটি বিবেচনা করা উচিত।” একইসঙ্গে সংবাদ পরিবেশন কর্তৃপক্ষ ও কয়েকটি মিডিয়া হাউসের নামে নোটিশ জারি করা হয়। আগামিকাল এই বিষয়টি নিয়ে আদালতে শুনানি হবে।
এর আগে গত মঙ্গলবারই দিল্লি কোর্টের তরফে দিল্লি পুলিশকে অভিযোগপত্র ও গ্রেফতারি সম্পর্কিত যাবতীয় তথ্যের একটি কপি দিশার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পুলিশের হেফাজতে থাকাকালীন দিশাকে গরম জামা, মাস্ক ও বই পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রতিদিন পরিবারের সঙ্গে ১৫ মিনিট ও আইনজীবীর সঙ্গে ৩০ মিনিট কথা বলার অনুমতি দেওয়া হয়।
আরও পড়ুন: অমিতাভ-অক্ষয়ের মুখে কুলুপ জ্বালানির মূল্যবৃদ্ধিতে, শুটিং বন্ধের হুমকি কংগ্রেস নেতার