Durga Puja 2023: প্রদর্শনী থেকে লাইভ মিউজিক, যে সব আয়োজন থাকছে দিল্লির সবচেয়ে বড় দুর্গা পুজোয়

Durga Puja 2023: দিল্লিতে বসেই উপভোগ করতে পারবেন বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা। ইরান, আফগানিস্তান, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের সামগ্রী থাকছে ওই প্রদর্শনীতে।

Durga Puja 2023: প্রদর্শনী থেকে লাইভ মিউজিক, যে সব আয়োজন থাকছে দিল্লির সবচেয়ে বড় দুর্গা পুজোয়
Tv9 নেটওয়ার্কের পুজোImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2023 | 12:53 PM

নয়া দিল্লি: শুক্রবার অর্থাৎ মহাষষ্ঠীর দিন থেকে শুরু হয়েছে TV9 নেটওয়ার্কের ‘TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’। দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে পাঁচদিনের এই উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত চলবে অনুষ্ঠান। পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, যাতে সামিল হবেন বাঙালি ছাড়াও বিভিন্ন রাজ্য ও সংস্কৃতির মানুষেরা।

বিভিন্ন সংস্কৃতির উৎসব

‘TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’র এই অনুষ্ঠানে ভারতের বহুমুখী সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। দেশের সেরা শিল্পের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, শোনা যাবে ভিন্ন ধারার গান, মিলবে বিভিন্ন ধরনের খাবার। ভারতের গৌরবময় ঐতিহ্য তুলে ধরতেই মানুষকে একত্রিত করার এই আয়োজন করা হয়েছে।

শপিং স্টল: উৎসবে দুই শতাধিক স্টল রয়েছে। অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে আধুনিক সব গ্যাজেট, পোশাক, আসবাবের দোকান রয়েছে।

উৎসবে পাবেন বিদেশ ভ্রমণের অনুভূতি: দিল্লিতে বসেই উপভোগ করতে পারবেন বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা। ইরান, আফগানিস্তান, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের সামগ্রী থাকছে ওই প্রদর্শনীতে।

লাইভ মিউজিক: উৎসবে কেনাকাটার পাশাপাশি লাইভ মিউজিকও উপভোগ করতে পারবেন অতিথিরা।

কখন, কী অনুষ্ঠান হবে?

২১ অক্টোবর, মহা সপ্তমী: সকাল ৭টায় নবপত্রিকা স্নান, সকাল ৯টায় সংকল্প, সকাল সাড়ে ৯টায় প্রাণপ্রতিষ্ঠা, ১০টায় চক্ষুদান আরতি, সাড়ে ১০টায় চণ্ডীপাঠ, সাড়ে ১২ টায় পুষ্পাঞ্জলি, দুপুর ১টা ৩০ মিনিটে প্রসাদ বিতরণ।

২২ অক্টোবর, মহাষ্টমী: সকাল ৮ টায় পূজা, ১১ টায় পুষ্পাঞ্জলী, সাড়ে ১১টায় চণ্ডীপাঠ, সকাল সাড়ে ১২টায় ভোগ আরতি, দুপুর ১ টায় প্রসাদ বিতরণ, সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে সন্ধি পূজা, রাত সাড়ে ৮টায় আরতি।

২৩ অক্টোবর, মহানবমী: সকাল ৯ টায় পূজা, ১১ টায় কুমারী পূজা, সাড়ে ১১টায় পুষ্পাঞ্জলি, এরপর চণ্ডীপাঠ, দুপুর ১টায় অন্নভোগ, দুপুর ১ টা ৩০ মিনিটে প্রসাদ বিতরণ, রাত ৯টায় সন্ধ্যা আরতি।

২৪ অক্টোবর, বিজয় দশমী: সকাল ৭টায় পূজা, বরণ সকাল ৮টায়, সকাল ৯টায় সিঁদুরখেলা, সকাল ১০টায় শান্তিমন্ত্র।