TV9 Festival of India: টিভি৯ ফেস্টিভ্যাল যেন প্রাণের উৎসব, ধ্যানচাঁদ স্টেডিয়ামে চাঁদের হাট
TV9 Durga Puja: এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি আন্তরিকভাবে কামনা করে টিভি৯ নেটওয়ার্ক। অনুষ্ঠানের দ্বিতীয় দিনেই রীতিমতো চাঁদের হাট বসেছিল টিভি৯-এর দুর্গাপুজোয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী-সহ ক্রীড়া ব্যক্তিত্বরা মহাসপ্তমীতে সামিল হয়েছিলেন টিভি৯-র উদ্যোগে। এই ফেস্টিভ্যালে রয়েছে দুই শতাধিক স্টল। ঠাকুর দেখার পাশাপাশি যেখানে আপনি কিনতে পারবেন দেশ-বিদেশের বিভিন্ন আকর্ষণীয় জিনিস।
নয়াদিল্লি: টিভি৯ আয়োজিত দুর্গোৎসব রবিবার তৃতীয় দিনে পড়ল। নয়াদিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে আয়োজিত ‘টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ অনুষ্ঠান চলবে ২৪ অক্টোবর দশমী পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলেই বিনামূল্যে প্রবেশ করতে পারেন এখানে। এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি আন্তরিকভাবে কামনা করে টিভি৯ নেটওয়ার্ক। অনুষ্ঠানের দ্বিতীয় দিনেই রীতিমতো চাঁদের হাট বসেছিল টিভি৯-এর দুর্গাপুজোয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী-সহ ক্রীড়া ব্যক্তিত্বরা মহাসপ্তমীতে সামিল হয়েছিলেন টিভি৯-র উদ্যোগে। এই ফেস্টিভ্যালে রয়েছে দুই শতাধিক স্টল। ঠাকুর দেখার পাশাপাশি যেখানে আপনি কিনতে পারবেন দেশ-বিদেশের বিভিন্ন আকর্ষণীয় জিনিস।
রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ:
টিভি৯ ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এসেছিলেন শারদীয়ার পুণ্যতিথিতে মা দুর্গার আশীর্বাদ নিতে। দিল্লিতে মা দুর্গার সবথেকে বড় মূর্তি স্থাপন করা হয়েছে এই ধ্যানচাঁদ স্টেডিয়ামে টিভি৯-এর অনুষ্ঠানে। বিজেপি সাংসদ এবং প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর ও বিজেপি নেতা তরুণ চুং টিভি৯ ফেস্টিভ্যালে হাজির ছিলেন শনিবার। কংগ্রেস নেতা জয়প্রকাশ আগরওয়াল এবং পবন খেরাও উপস্থিত হয়েছিলেন সেখানে। শনিবারের সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত জনতার স্বতঃফূর্ত অংশগ্রহণ এবং গানের তালে নাচ এই উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছিল।
মহাষ্টমীর অনুষ্ঠান সূচি:
মহাষ্ঠমীর পুজো সকালেই সমাপ্ত হয়েছে। সাড়ে ১১টা থেকে চণ্ডীপাঠও হয়েছে। দুপুর সাড়ে ১২টায় দেওয়া হয়েছে মায়ের ভোগ। তার পর সেই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করা হয়েছে। অষ্টমীর সন্ধ্যারতি হবে ৮টা থেকে। তার আগে হবে সন্ধিপুজো।
কীভাবে যাবেন:
নয়াদিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে ধ্যানচাঁদ স্টেডিয়ামে হচ্ছে টিভি৯ নেটওয়ার্কের দুর্গোৎসব। এখানে পার্কিং ফ্রি। প্রবেশও অবাধ। নীচের লিঙ্কে ক্লিক করে আপনি এই ফেস্টিভ্যাল সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন। এবং বুকিং করে উৎসবে সামিল হওয়া নিশ্চিত করুন।