Dare to Dream Awards 2022: ব্যবসায়িক নেতাদের সম্মান জানালো TV9 নেটওয়ার্ক, দেখে নিন বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

Dare to Dream Awards 2022: SAP এবং TV9 নেটওয়ার্কের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হল ভারতের আগামী দিনের ব্যবসায়ী নেতাদের অবদানকে। দেখে নিন পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা।

Dare to Dream Awards 2022: ব্যবসায়িক নেতাদের সম্মান জানালো TV9 নেটওয়ার্ক, দেখে নিন বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
TV9 নেটওয়ার্কের ডেয়ার টু ড্রিম অ্যাওয়ার্ডস ২০২২
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2022 | 10:40 PM

নয়া দিল্লি: SAP এবং TV9 নেটওয়ার্কের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হল ভারতের আগামী দিনের ব্যবসায়ী নেতাদের অবদানকে। আগামী ২৫ বছরের মধ্যে গোটা বিশ্বের নেতা হিসাবে আবির্ভূত হওয়ার যে লক্ষ্য ভারত নিয়েছে, এই নেতারাই তার পথপ্রদর্শক হবেন বলে আশা করা হচ্ছে। এই পুরষ্কার প্রদান, তাদের সাহসী ব্যবসায়িক হৃদয়কে স্বীকৃতি দেওয়ার একটি প্রয়াস। গোটা বিশ্বজুড়ে যখন অর্থনীতি ভেঙে পড়ছে, সেই অস্থির, অনিশ্চিত, জটিল এবং অস্পষ্ট সময়েও বিস্ময়করভাবে উন্নতি অব্যাহত রেখেছেন এই ব্যবসায়ীক নেতারা। উদ্ভাবন এবং বৃদ্ধির জন্য এই ব্যবসায়িক নেতারা ডিজিটাল-ফার্স্ট সংস্কৃতির উপর নির্ভর করেছেন। এই উদ্যোগ ভারতকে প্রথম বিশ্বের দেশে পরিণত করার দিকে বড় পদক্ষেপে এগিয়ে দিয়েছে।

দেখে নিন বিজয়ীদের সম্পূর্ণ তালিকা –

বছরের সেরা সংস্থা: ইমাজিন মার্কেটিং লিমিটেড (বোট)

বছরের সেরা সংস্থা (জীবন বিজ্ঞান): ব্রিন্টন ফার্মাসিউটিক্যালস

বছরের সেরা সংস্থা (আইএম অ্যান্ড সি): ইম্পেরিয়াল অটো

বছরের সেরা সংস্থা (আইএম অ্যান্ড সি): সুদিশা ফাউন্ড্রি প্রাইভেট লিমিটেড

বছরের সেরা সংস্থা (সিপিজি এবং খুচরো): প্রমা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড

বছরের সেরা সংস্থা (ইঞ্জিনিয়ারিং, নির্মাণ ও পরিচালনা): পঞ্চশীল রিয়েলটি

বছরের সেরা সংস্থা (জীবন বিজ্ঞান): সাই সারফ্যাক্ট্যান্টস প্রাইভেট লিমিটেড

বছরের সেরা সংস্থা (সিপিজি এবং খুচরা): পারাইল ফুড প্রোডাক্ডস প্রাইভেট লিমিটেড

বছরের সেরা সংস্থা (রাসায়নিক): বিষ্ণু কেমিক্যালস লিমিটেড

বছরের সেরা সংস্থা (রাসায়নিক): বেস্ট ভ্যালু কেম

বছরের সেরা শিক্ষা প্রতিষ্ঠান: আইআইটি বম্বে

বিশেষ প্রভাবশালী বছরের সেরা চ্যাম্পিয়ন (উত্তর): এভন সাইকেল লিমিটেড

বিশেষ প্রভাবশালী বছরের সেরা চ্যাম্পিয়ন (পশ্চিম): এরিস লাইফসাইন্সেস প্রাইভেট লিমিটেড

বছরের সেরা সবুজ উদ্যোগ সংস্থা (দক্ষিণ): মেকউইন টেকনোলজিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড

বছরের সেরা সবুজ উদ্যোগ সংস্থা (পশ্চিম): রুবামিন

বছরের সেরা সবুদ উদ্যোগ সংস্থা: চার্জ জ়োন

বছরের সেরা সবুজ উদ্যোগ সংস্থা (দক্ষিণ): ইএমএমভিইই ফটোভোলটাইক পাওয়ার প্রাইভেট লিমিটেড

বছরের সেরা সবুজ উদ্যোগ সংস্থা (পূর্ব): বিক্রম সোলার

ডেয়ার টু ড্রিম বিশেষ স্বীকৃতি: ঘোড়াওয়াট কনজিউমার লিমিটেড

ডেয়ার টু ড্রিম বিশেষ স্বীকৃতি: এথার ইন্ডাস্ট্রিজ লিমিটেড

ডেয়ার টু ড্রিম বিশেষ স্বীকৃতি: ভিটিপি রিয়েলটি

ডেয়ার টু ড্রিম বিশেষ স্বীকৃতি: কনকর্ড বায়োটেক

ডেয়ার টু ড্রিম বিশেষ স্বীকৃতি: ফ্ল্যাশ ইলেকট্রনিক্স

ডেয়ার টু ড্রিম বিশেষ স্বীকৃতি: পিএওয়াইইউ ইন্ডিয়া

বছরের সেরা মহিলা উদ্যোক্তা (উত্তর): গজল অলগ, হোনাসা কনজিউমার প্রাইভেট লিমিটেড (মামাআর্থ)

বছরের সেরা ব্যবসায়িক নেতা (দক্ষিণ): নীতেশ সিনহা, স্যাকুমেন

বছরের সেরা ব্যবসায়িক নেতা (দক্ষিণ): শিব ওয়াঘমারে, ফুজি ইলেকট্রিক প্রাইভেট লিমিটেড

বছরের সেরা যুব নেতা (দক্ষিণ): কিশোর ইন্দুকুরি, সিডস ফার্ম প্রাইভেট লিমিটেড

বছরের সেরা মহিলা উদ্যোক্তা (পশ্চিম): অনুপমা খেতান, সানটেক রিয়েলটি লিমিটেড

বছরের সেরা মহিলা উদ্যোক্তা (দক্ষিণ): সুলেখা দে, থিংস অ্যালাইভ সলিউশন প্রাইভেট লিমিটেড

বছরের সেরা যুব নেতা (পশ্চিম): ড. রুচি আগরওয়াল, ম্যাকলিওডস ফার্মাসিউটিক্যালস

বছরের সেরা মহিলা উদ্যোক্তা (পশ্চিম): নেহা সিং, গালফা ল্যাবরেটরিস

বছরের সেরা যুব নেতা (পশ্চিম): শোহিন খেমানি, বেকেলন সিন্থেটিক্স প্রাইভেট লিমিটেড

বছরের সেরা ব্যবসায়িক নেতা (পশ্চিম): রাজীব বনসল এবং রিদম বনসল, আরএইচপি হেলথকেয়ার

বছরের সেরা স্টার্টআপ (উত্তর): ভিআইটিই ফিনটেক প্রাইভেট লিমিটেড

বছরের সেরা উদীয়মান সংস্থা (উত্তর): হোনাসা কনজিউমার প্রাইভেট লিমিটেড (মামাআর্থ)

বছরের সেরা গ্রোথ স্টোরি: লোহিয়া কর্প

বছরের সেরা উদ্ভাবনী সংস্থা (পূর্ব): ইকোটেইরা

বছরের সেরা উদ্ভাবনী সংস্থা (উত্তর): ওকায়া ইভি

বছরের সেরা স্টার্টআপ (পূর্ব): ওডব্লুএম লজিস্টিকস প্রাইভেট লিমিটেড

বছরের সেরা উদীয়মান সংস্থা (পশ্চিম): বোরোসিল রিনিউয়েবলস লিমিটেড

বছরের সেরা উদ্ভাবনী সংস্থা (পশ্চিম): মাইল্যাব ডিসকভারি সলিউশনস

বছরের সেরা উদীয়মান সংস্থা: ইএসটিলাইটস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড

বছরের সেরা উদীয়মান সংস্থা (দক্ষিণ): রাজাপুষ্প প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড

বছরের সেরা স্টার্ট-আপ (পশ্চিম): গুপশুপ টেকনোলজি

বছরের সেরা স্টার্টআপ (পশ্চিম): কিরানাকার্ট টেকনোলজিস (জিপ্টো)

বছরের সেরা উদীয়মান সংস্থা (পূর্ব): আস্থা ফেরোটেক

বছরের সেরা বৈশ্বিক সংস্থা (উত্তর): তালব্রোস

বছরের সেরা নিয়োগকর্তা (দক্ষিণ): সাপোর্ট স্টুডিও টেকনোলজিস

বছরের সেরা বৈশ্বিক সংস্থা (দক্ষিণ): অ্যাকুমেন এভিয়েশন

বছরের সেরা মেক ইন ইন্ডিয়া উদ্যোগ (উত্তর): ইন্দো রামা ইঞ্জিনিয়ার্স

বছরের সেরা মেক ইন ইন্ডিয়া উদ্যোগ (পূর্ব): এসসফটুনস এন্টারটেইনমেন্ট মিডিয়া এলএলপি

বছরের সেরা নিয়োগকর্তা (উত্তর): লাইট বাইট ফুডস

বছরের সেরা নিয়োগকর্তা (পশ্চিম): গেগাডাইন এনার্জি ল্যাবস প্রাইভেট লিমিটেড

বছরের সেরা মেক ইন ইন্ডিয়া উদ্যোগ (পশ্চিম): ইনফিট্রন অ্যাডভান্সড সিস্টেম প্রাইভেট লিমিটেড

বছরের সেরা নিয়োগকর্তা (দক্ষিণ): ইন্ডিজিন