Dalit Stripped: দুই দলিতকে নগ্ন করে মারধর, গায়ে করা হল প্রস্রাব! গ্রেফতার ৬
নিগ্রহকারীদের হাত থেকে পালিয়ে কোনও মতে নিজেদের আত্মীয়ের বাড়িতে যান দুই দলিত যুবক। তার পর বাড়ির লোককে ফোন করে ঘটনার কথা জানান তাঁরা। এর পর বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয় থানায়। এবং নিগৃহীত দুই যুবককে চিকিৎসাকর জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
চেন্নাই: দুই দলিত যুবককে হেনস্থার অভিযোগ উঠল ৬ জনের বিরুদ্ধে। ওই দুই দলিতকে নগ্ন করে মারধর এবং তাঁদের গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছে। এই অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলায়। বুধবার গ্রেফতারির কথা জানিয়েছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং এসসি-এসটি প্রিভেনশন অব অ্যাট্রোসিটিস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। ওই দুই দলিত যুবককে নিগ্রহের ঘটনাটি ঘটেছিল ৩০ অক্টোবর।
নিগ্রহের শিকার হওয়া দুই দলিত যুবক হলেন মনোজ এবং তাঁর বন্ধু মারিয়াপ্পান। তাঁরা মানিমুরথিস্বরার বাসিন্দা। মঙ্গলবার বিকালে মনোজ এবং মারিয়াপ্পান স্নান করতে একটি হ্রদে যাচ্ছিলেন। সে সময়ই ৬ জনের ওই দল তাঁদের পথ আটকায়। সে সময় অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। পথ আটকে অভিযুক্তরা দুই যুবকের জাতের বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাঁরা দলিত তা জানার পরই হেনস্থা করা শুরু হয় বলে অভিযোগ। তাঁদের নগ্ন করে হেনস্থার পাশাপাশি গায়ে প্রস্রাব করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এর পাশাপাশি নিগৃহীত যুবকদের থেকে মোবাইল ফোন, এটিএম কার্ড এবং নগদ টাকা কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।
নিগ্রহকারীদের হাত থেকে পালিয়ে কোনও মতে নিজেদের আত্মীয়ের বাড়িতে যান দুই দলিত যুবক। তার পর বাড়ির লোককে ফোন করে ঘটনার কথা জানান তাঁরা। এর পর বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয় থানায়। এবং নিগৃহীত দুই যুবককে চিকিৎসাকর জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
এর পর ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা হলেন, পন্নুমানি (২৫), নাল্লামুথু (২১), আরিয়াম (১৯), রামার (২২), শিবা (২২), লক্ষ্মণান (২২)। অভিযুক্তরা সকলেই তিরুমালাইকোজুনথুপুরমের বাসিন্দা।