Pune Accident: ব্রেক ধরছিল না, পরপর বাইকে ধাক্কা মেরে খাদে অ্যালকোহল বোঝাই ট্যাঙ্কার, মৃত ২

Pune Accident: ব্রেক ধরছিল না। পরপর দুটি মোটরসাইকেলে ধাক্কা মারে অ্যালকোহল বোঝাই ট্যাঙ্কার। তারপর ৫০ থেকে ৬০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের।

Pune Accident: ব্রেক ধরছিল না, পরপর বাইকে ধাক্কা মেরে খাদে অ্যালকোহল বোঝাই ট্যাঙ্কার, মৃত ২
Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: May 09, 2023 | 6:35 AM

পুনে: সোমবার রাতে ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রের পুনেতে। ডাইভ ঘাট এলাকায় একটি অ্য়ালকোহল বোঝাই ট্যাঙ্কার পরপর বেশ কয়েকটি মোটর সাইকেলকে ধাক্কা মারে। তারপর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ব্রেক না ধরার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে অ্যালকোহল বোঝাই একটি ট্যাঙ্কার পুনে শহরের হাদাপসর শিল্পাঞ্চলের দিকে যাচ্ছিল। সেই সময় রাত সাড়ে ৮ টা নাগাদ পুনে-সাসওয়াড় রোডে ডাইভ ঘাট সেকশনে হঠাৎ করেই ব্রেক ধরে না ওই ট্যাঙ্কারের। কোনওভাবে ব্রেক না লাগায় পরপর দুটি মোটর সাইকেলকে ধাক্কা মারে ওই মোটরসাইকেল। তারপর ৫০ থেকে ৬০ ফুট গভীর খাদে পড়ে যায় ওই ট্যাঙ্কার। পুলিশ জানিয়েছে, “ট্যাঙ্কারের ধাক্কায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে।” তবে প্রাণে বেঁচে গিয়েছেন ট্যাঙ্কারের চালক।

ট্যাঙ্কার চালক ও আরও একজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে অ্য়ালকোহল বোঝাই ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের কারণে আগুন ধরে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। তাই দুর্ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী। কোনওভাবে যাতে আগুন না ধরে যায়, তা নিশ্চিত করে দমকল কর্মীরা।