BIG NEWS: বেনিয়মের অভিযোগ উঠতেই তড়িঘড়ি বাতিল UGC-NET, তদন্তভার সিবিআইকে

UGC NET: জানা যাচ্ছে, বুধবারই স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিসিস ইউনিটের তরফে সন্দেহজনক কিছু তথ্য দেওয়া হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে। সেই তথ্যগুলি থেকে প্রাথমিকভাবে ইঙ্গিত, ইউজিসি-নেট পরীক্ষা ব্যবস্থায় কিছু বেনিয়ম রয়েছে। এমন অবস্থায় তাই পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছতা বজায় রাখতেই তড়িঘড়ি ইউজিসি-নেট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষামন্ত্রকের তরফে।

BIG NEWS: বেনিয়মের অভিযোগ উঠতেই তড়িঘড়ি বাতিল UGC-NET, তদন্তভার সিবিআইকে
পটনায় পরীক্ষাকেন্দ্রের বাইরে নেট পরীক্ষার্থীরাImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jun 19, 2024 | 10:53 PM

নয়া দিল্লি: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ঘিরে বিতর্কের মাঝেই এবার বাতিল নেট পরীক্ষা। মঙ্গলবারই দেশব্যাপী বিভিন্ন শহরে ২০২৪ সালের ইউজিসি-নেট পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু সেই পরীক্ষাতেও বেনিয়ম ও গরমিলের অভিযোগ উঠে আসছে। এমন অবস্থায় তড়িঘড়ি নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। পাশাপাশি সিবিআইয়ের উপর এই বিষয়টির তদন্তভারও তুলে দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, বুধবারই স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিসিস ইউনিটের তরফে সন্দেহজনক কিছু তথ্য দেওয়া হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে। সেই তথ্যগুলি থেকে প্রাথমিকভাবে ইঙ্গিত, ইউজিসি-নেট পরীক্ষা ব্যবস্থায় কিছু বেনিয়ম রয়েছে। এমন অবস্থায় তাই পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছতা বজায় রাখতেই তড়িঘড়ি ইউজিসি-নেট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষামন্ত্রকের তরফে।

উল্লেখ্য, গতকালই ইউজিসি-নেট পরীক্ষা নেওয়া হয়েছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। মঙ্গলবার ৯ লাখের বেশি পরীক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষায় বসেছিলেন। ওএমআর শিটের মাধ্যমেই পরীক্ষা নেওয়া হয়েছিল।

শিক্ষামন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন করে আবার নেট পরীক্ষা নেওয়া হবে। তবে কবে সেই পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়ে এখনই কিছু জানানো হয়নি। পরবর্তী সময়ে এই বিষয়ে তথ্য জানিয়ে দেওয়া হবে বলে শিক্ষামন্ত্রক থেকে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।