Ukriane Minister In India: রাশিয়া-ইউক্রেন সংঘাতের মাঝেই ভারত সফরে ইউক্রেনের মন্ত্রী
Ukriane Minister In India: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের আবহেই ভারতে আসলেন ইউক্রেনের মন্ত্রী। তাঁর চার দিনের সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা সহ সেদেশের যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা করা হতে পারে।
নয়া দিল্লি: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন। এক বছরের বেশি সময় ধরে সেদেশে সামরিক অভিযান চলছে রুশ সেনা। এই আবহে প্রথম ভারত সফরে এলেন ইউক্রেনের প্রশাসনের কোনও প্রতিনিধি। সোমবার ভারতের মাটিতে পা রাখলেন ইউক্রেনের প্রথম ডেপুটি বিদেশমন্ত্রী এমিনি জ়াপারোভা (Emine Dzhaparova)। চারদিনের সফরে এদেশে এসেছেন তিনি। তাঁর এই সফরকালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতি টানতে ভারতের কাছে সাহায্য় চাইতে পারেন তিনি।
এই চারদিনের সফরে ভারতের বিদেশ মন্ত্রকের সচিব সঞ্জয় ভার্মার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে এমিনির। এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশ্বের বিভিন্ন ইস্য়ুতে পারস্পরিক স্বার্থ ও ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হতে পারে। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইউক্রেনের ডেপুটি বিদেশমন্ত্রী এই সফরকালে পররাষ্ট্র ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি এবং উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিক্রম মিসরির সঙ্গেও বৈঠক করবেন।
Happy to visit ??-the land that gave birth to many sages,saints&gurus. Today, #India wants to be the Vishwaguru,the global teacher and arbiter. In our case, we’ve got a very clear picture:aggressor against innocent victim.Supporting?? is the only right choice for true Vishwaguru.
— Emine Dzheppar (@EmineDzheppar) April 10, 2023
প্রসঙ্গত, গত বছর ২৪ ফ্রেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সেনাবাহিনী। তারপর থেকে একের পর এক মিসাইল হানা চলেছে সেদেশে। চুপ থাকেনি ইউক্রেনও। যথাসাধ্য চেষ্টা করেছে রুশ সেনা বাহিনীকে প্রতিহত করার। এই পরিস্থিতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি বিশ্বের একাধিক দেশের দিকে তাকিয়ে ছিলেন। এর মধ্যে অন্যতম ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সাহায্যের আশ্বাস দিয়েছেন। এই যুদ্ধের অবসানের জন্য ইউক্রেন ও রাশিয়া, দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেই একাধিকবার তিনি কথা বলেছেন। প্রথম থেকেই আলোচনা ও কূটনীতির মাধ্যমে এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন মোদী। শান্তি স্থাপনে যেকোনও প্রচেষ্টায় তাদের পাশে থাকার বার্তাও দিয়েছে ভারত।
এদিকে ভারতে পা রেখেই একটি টুইট করেন ইউক্রেনের ডেপুটি বিদেশমন্ত্রী। তিনি লেখেন, “ভারতে এসে আনন্দিত। এই মাটিতে বহু মহাপুরুষ, সাধু ও গুরু জন্মেছেন। আজ ভারত বিশ্বগুরু হতে চায়। আমাদের ক্ষেত্রে ছবিটা স্পষ্ট। ইউক্রেনকে সমর্থনই সত্যিকারের বিশ্বগুরু হওয়ার জন্য একমাত্র সঠিক উপায়।” তাঁর টুইট থেকে স্পষ্ট বার্তা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উপসংহার লিখতে ভারতে পাশে চাইছে ইউক্রেন।