Uniform Civil Code: বিধানসভায় পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি বিল, কেন এটি গুরুত্বপূর্ণ জানেন?
UCC: বিবাহ, সম্পত্তির উত্তরাধিকার, দত্তক গ্রহণের মতো বিষয়গুলি নিয়ে ধর্ম, লিঙ্গ ভেদে রাজ্যের সকল নাগরিকের জন্য একই আইন চালু করার লক্ষ্যেই অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বিলটি বিধানসভায় পেশ হলে এটি আইনে পরিণত হবে।
দেরাদুন: আর কিছুক্ষণের অপেক্ষা। অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) বিল ইতিমধ্যে পুষ্কর সিং ধামির মন্ত্রিসভায় পাশ হয়েছে। আজ, মঙ্গলবারই এই বিলটি উত্তরাখণ্ড বিধানসভায় পেশ হবে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বিলটি পেশ করবেন। তাৎপর্যপূর্ণ এই বিলটি পেশ করার সময় যাতে কোনও বিশৃঙ্খলা না হয়, সেজন্য বিধানসভা চত্বর থেকে কমপ্লেক্সের বাইরেও অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। এই বিলটি আইনে পরিণত হলে উত্তরাখণ্ডই প্রথম রাজ্য হবে, যেখানে স্বাধীনতা পরবর্তী কালে অভিন্ন দেওয়ানি বিধি চালু হল।
মূলত, বিবাহ, সম্পত্তির উত্তরাধিকার, দত্তক গ্রহণের মতো বিষয়গুলি নিয়ে ধর্ম, লিঙ্গ ভেদে রাজ্যের সকল নাগরিকের জন্য একই আইন চালু করার লক্ষ্যেই অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বিলটি বিধানসভায় পেশ হলে এটি আইনে পরিণত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আইন প্রবর্তনের পক্ষে মত দিয়েছেন। তাঁর ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারতে’র দৃষ্টিভঙ্গি মেনেই রাজ্যে এই আইন প্রবর্তন করার লক্ষ্য নিয়েছেন বলে জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। উত্তরাখণ্ডের মতো বিজেপি শাসিত রাজ্য অসম ও মধ্য প্রদেশ সরকারও এই বিধি চালু করতে উদ্যত।
সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদেও অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড – এর উল্লেখ রয়েছে। এটি মূলত ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদে দেশের সকল নাগরিকের জন্য এক ও অভিন্ন আইনের কথা বলে। বিবাহ, বিবাহ-বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার, দত্তক ইত্যাদির মতো ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে সকল ধর্মীয় সম্প্রদায়ের জন্য একটি আইন থাকবে। যদিও বর্তমানে এই আইন লাগু করা সম্ভব হয়নি। তবে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ গড়ার লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই লক্ষ্য বাস্তবায়িত করতেই উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চলেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
সম্পত্তি আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে
অভিন্ন দেওয়ানি বিধি আইনে পরিণত হলে সম্পত্তি আইনে বিশেষ বদল আসবে। এই বিল মোতাবেক আত্মজ ও দত্তক সন্তান- উভয়েরই বাবা, মায়ের সম্পত্তির উপর সমান অধিকার থাকবে। একইভাবে ছেলে ও মেয়ের মধ্যে অধিকারে কোনও প্রভেদ থাকবে না। অসুস্থতায় চিকিৎসা, শিক্ষা থেকে শুরু করে সম্পত্তির অধিকার পর্যন্ত- সব ক্ষেত্রেই সমান অধিকার পাবে। সমস্ত সম্প্রদায়ের ক্ষেত্রেই এই আইন প্রযোজ্য হবে। এর ফলে ছেলে, মেয়েজ- উভয়ই উপক-ত হবে।