PM Poshan Scheme: ১১ লাখের বেশি সরকারি স্কুলে মিড-ডে মিল, প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্প শুরু করছে কেন্দ্র

Union Cabinet Meeting: রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প চালানো হবে। তবে প্রকল্পের বেশিরভাগ আর্থিক খরচ বহন করবে কেন্দ্র।

PM Poshan Scheme: ১১ লাখের বেশি সরকারি স্কুলে মিড-ডে মিল, প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্প শুরু করছে কেন্দ্র
প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্প শুরু করছে কেন্দ্র (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2021 | 4:22 PM

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্প চালু করার পক্ষে মত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দেশে ১১ লাখ ২০ হাজারেরও বেশি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হবে। আগামী পাঁচ বছরের জন্য এই প্রকল্প চালু করা হচ্ছে। প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্পের জন্য ১ লাখ ৩১ হাজার কোটি টাকা খরচ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

বর্তমানে মিড ডে মিল সংক্রান্ত যে প্রকল্প চালু আছে, তার সঙ্গেই যুক্ত হবে প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্প। রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প চালানো হবে। তবে প্রকল্পের বেশিরভাগ আর্থিক খরচ বহন করবে কেন্দ্র।

প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। এর আগে মঙ্গলবার, প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজকের বৈঠকে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে খোঁজখবর নেন। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে তার নির্যাস তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল এবং অনুরাগ ঠাকুর।

অনুরাগ ঠাকুর বলেন, আজকের বৈঠকে রেলওয়ে এবং শিক্ষা সংক্রান্ত একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের আওতায় ১১ লাখ ২০ হাজারেরও বেশি সরকারি স্কুলের শিশুরা দিনের জন্য বিনামূল্যে খাবার পাবে। এই প্রকল্পটি 5 বছরের জন্য চালু করা হবে এবং এর জন্য কেন্দ্রীয় সরকার ১ লাখ ৩১ হাজার কোটি টাকা খরচ করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পটি বর্তমান মিড-ডে মিল প্রকল্পের সঙ্গে যুক্ত হবে। কেন্দ্র ও রাজ্যগুলির সহায়তায় এই প্রকল্পটি চলবে, যদিও প্রকল্পের বেশিরভাগ খরচ বহন করবে কেন্দ্র।

অনুরাগ ঠাকুর আরও জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা নিমচ-রতলাম এলাকায় রেলের ডবল লাইনের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এই কাজে ১ হাজার ৯৬ কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হচ্ছে। এছাড়া রাজকোট থেকে কানালুস পর্যন্তও ডবল লাইনের কাজ চালু করারা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজটি সম্পন্ন করতে প্রায় ১ হাজার ৮০ কোটি টাকা খরচ হবে।

কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল বলেন, মোদী সরকার রফতানিতে আরও গতি আনতে একাধিক উদ্যোগ নিয়েছে। শিল্প খাতে উৎপাদন নিয়ে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আত্মনির্ভর ভারতের আওতায় রফতানির দিকে বাড়তি জোর দেওয়া হয়েছে। চলতি আর্থিক বছরে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ভারত ১৩ লাখ ৭১ হাজার কোটি ডলার রফতানি করেছে, যা ছয় মাসের রেকর্ড।

আরও পড়ুন : Navjot Singh Sidhu: ‘সত্যের জন্য শেষ নিশ্বাস অবধি লড়ব’, নীতি সমঝোতায় নারাজ সিধু, কোন পথে হাঁটবেন এবার?