Amit Shah Attacks Rahul Gandhi: ‘১৩ বার রাজনৈতিক অভিষেক এক নেতার, ১৩ বারই ব্যর্থ’, ‘শাহি’ আক্রমণের মুখে রাহুল
No Confidence Motion: কংগ্রেস নেতার বারংবার কেরিয়ার শুরুর প্রচেষ্টাকে কটাক্ষ করে শাহ বলেন, "সংসদে একজন নেতা রয়েছেন, যার এখনও অবধি ১৩ বার রাজনৈতিক কেরিয়ার শুরু করা হয়েছে। এবং ১৩ বার প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে।"
নয়া দিল্লি: মণিপুরের হিংসা (Manipur Violence) নিয়ে লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব(No Confidence Motion) এনেছে বিরোধী দলগুলি। অনাস্থা প্রস্তাব নিয়েই চলছে আলোচনা। বুধবার অনাস্থা প্রস্তাবের আলোচনাতে নাম না করেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)-কে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কটাক্ষ করে বললেন, “এই সংসদে একজন নেতা রয়েছেন, যার রাজনৈতিক কেরিয়ার এখনও অবধি ১৩ বার শুরু করা হয়েছে। এবং ১৩ বার প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। এই সংসদেই আমি একবার সেই কেরিয়ার লঞ্চ করতে দেখেছি।”
মোদী পদবি মানহানি মামলায় সাময়িক রেহাই পাওয়ার পরই খোয়ানো সাংসদ পদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধী। বুধবারই তিনি লোকসভায় বক্তব্য রাখেন। রাহুলের বক্তব্যের পরই অনাস্থা প্রস্তাব নিয়ে কেন্দ্রের তরফে পাল্টা জবাব দিতে ওঠেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বক্তব্যের মাঝেই তিনি রাহুলকে নাম না করে কটাক্ষ করেন। কংগ্রেস নেতার বারংবার কেরিয়ার শুরুর প্রচেষ্টাকে কটাক্ষ করে শাহ বলেন, “সংসদে একজন নেতা রয়েছেন, যার এখনও অবধি ১৩ বার রাজনৈতিক কেরিয়ার শুরু করা হয়েছে। এবং ১৩ বার প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। আমি নিজেই একবার এই প্রচেষ্টার সাক্ষী হয়েছিলাম। কলাবতী নামক এক দরিদ্র মহিলার বাড়িতে গিয়েছিলেন তিনি, খাবারও খেয়েছিলেন। এরপরে তিনি দারিদ্রতা ও ওই মহিলার কঠিন জীবন সংগ্রাম নিয়ে সংসদে বক্তব্য রেখেছিলেন। এরপরে তাঁদের সরকার ৬ বছর ক্ষমতায় ছিল। আমি জিজ্ঞাসা করতে চাই, ওঁর জন্য আপনি তারপর কী করেছিলেন? মোদী সরকার ওঁকে বাড়ি দিয়েছে। বিদ্যুৎ, গ্যাস, রেশন ও শৌচালয়ের ব্যবস্থা করে দিয়েছে।”
প্রসঙ্গত, ২০০৮ সালে রাহুল গান্ধীর সৌজন্যে প্রচারের আলোয় আসেন কলাবতী নামক এক মহিলা। মহারাষ্ট্রের বিদর্ভের বাসিন্দা কলাবতী বান্দুরকরের স্বামী ২০০৫ সালে ঋণ মেটাতে না পেরে আত্মহত্যা করেছিলেন। তিনি গ্রামের বাড়িতে থাকতেন, সেখানে কোনওদিন বিদ্যুৎ সংযোগ ছিল না। তাঁর জীবন কাহিনী উদৈহরণ হিসাবে তুলে ধরেই সংসদে রাহুল গান্ধী বলেছিলেন, আমেরিকার সঙ্গে ভারতের পরমাণু চুক্তি গ্রামীণ ভারতে বিদ্য়ুৎ সংযোগ আনতে সাহায্য করবে।