Amit Shah: হিংসার ৪ মাস পরও কেন মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হল না? সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

President Rule Demand in Manipur: গতকাল ফের একবার সংসদে এন বীরেন সিংয়ের ইস্তফার দাবি করেন বিরোধী দলনেতারা। কংগ্রেসের গৌরব গগৈ থেকে শুরু করে এনসিপির সুপ্রিয়া সুলে ও তৃণমূল কংগ্রেসের সৌগত রায়-সকলেই মণিপুরে রাষ্ট্রপতি শাসন ও মণিপুরের মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি করেন। 

Amit Shah: হিংসার ৪ মাস পরও কেন মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হল না? সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদে মণিপুর ইস্যু নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2023 | 7:02 AM

নয়া দিল্লি: চার মাস পার হতে চলল, এখনও মণিপুরে অশান্তি (Manipur Violence) থামেনি। উত্তর-পূর্বের রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনার দাবিতেই কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব (No Confidence Motion) এনেছে বিরোধীরা। দাবি তুলেছে, মণিপুরের মুখ্যমন্ত্রীর ইস্তফারও। তবে কেন্দ্র এ বিষয়ে নিরুত্তাপ। মণিপুরে সরকার ভেঙে দেওয়া বা মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরানোর কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছে বিজেপি। বুধবার সংসদেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  (Amit Shah) জানান যে মণিপুরে দুই জনগোষ্ঠীর সংঘর্ষের পরও কেন মণিপুর সরকার ভেঙে দেওয়া হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মণিপুরের এন বীরেন সিং (N Biren Singh) সরকার সম্পূর্ণরুপে সহযোগিতা করছে।

গত মে মাস থেকে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। কুকি ও মেতেই জনগোষ্ঠীর মধ্য়ে সংঘর্ষে এখনও অবধি ১৫০ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতিই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো ও গণধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়। বিরোধীদের দাবি, মণিপুরে প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছেন। মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা উচিত। গত জুন মাসে যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিরোধী দলগুলি, সেই সময়ও মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ইস্তফার দাবি করা হয়েছিল।

গতকাল ফের একবার সংসদে এন বীরেন সিংয়ের ইস্তফার দাবি করেন বিরোধী দলনেতারা। কংগ্রেসের গৌরব গগৈ থেকে শুরু করে এনসিপির সুপ্রিয়া সুলে ও তৃণমূল কংগ্রেসের সৌগত রায়-সকলেই মণিপুরে রাষ্ট্রপতি শাসন ও মণিপুরের মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি করেন।

বিরোধীদের এই দাবির জবাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “রাষ্ট্রপতি শাসন তখন জারি করা হয় যখন সরকার সহযোগিতা করে না। কিন্তু মণিপুর সরকার কেন্দ্রের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে। মুখ্যমন্ত্রী সহযোগিতা করছেন।”

স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা জবাব দেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। সংসদের বাইরে তিনি বলেন, “মণিপুরে ৬০ হাজার মানুষ ত্রাণ শিবিরে বসবাস করছেন, আর কেন্দ্র বলছে মুখ্যমন্ত্রী সহযোগিতা করছে। এই ধরনের সহযোগিতার প্রয়োজন নেই, প্রধানমন্ত্রীর উচিত এখনই নৈতিকতার খাতিরে মুখ্যমন্ত্রীকে পদচ্যুত করা। এটা কি ধরনের সহযোগিতা মুখ্যমন্ত্রীর, যেখানে পুলিশ স্টেশন থেকে অস্ত্র লুট করা হচ্ছে। স্বরাষ্ট্র দফতর ও মুখ্যমন্ত্রীর ভুল স্বীকার করার সাহস নেই।”