Ashwini Vaishnaw: ভারতের ডিজিটাল পরিকাঠামোর প্রশংসা জি-২০ সদস্যদের, আপ্লুত কেন্দ্রীয় মন্ত্রী
G-20 Meeting: কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে যে আধুনিক সমাজ গড়ার স্বপ্ন দেখেছেন, তা সত্যি হচ্ছে। এর প্রমাণ হল বর্তমানে ৪০ কোটি মানুষ ব্যাঙ্কিং পরিষেবা পাচ্ছেন।"
নয়া দিল্লি: চলতি বছরের জি-২০ (G-20 Summit) সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে জি-২০-র নানা বৈঠক। আগামী সেপ্টেম্বরেই হতে চলেছে জি-২০র প্রধান সামিট। শনিবার জি-২০-র ডিজিটাল ইকোনমি মন্ত্রীদের বৈঠক ছিল। এ দিনের বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) বলেন, “জি-২০-র ডিজিটাল ইকোনমি বৈঠকে সভাপতিত্বের দায়িত্ব ভারতের জন্য় এক বড় সাফল্য। বৈশ্বিক সমাজকে ডিজিটালাইজ করার ক্ষেত্রে ডিজিটাল পাবলিক পরিকাঠামো গ্রহণ করা নিয়ে সকলে ঐক্যমত প্রকাশ করেছেন।”
কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে যে আধুনিক সমাজ গড়ার স্বপ্ন দেখেছেন, তা সত্যি হচ্ছে। এর প্রমাণ হল বর্তমানে ৪০ কোটি মানুষ ব্যাঙ্কিং পরিষেবা পাচ্ছেন। জি-২০-র বৈঠকে সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ভারতে ডিজিটাল পাবলিক পরিকাঠামো ব্যবহার কতটা সহজ, তার অভিজ্ঞতা গ্রহণ করেছেন মন্ত্রীরা। সেই কারণেই গ্লোবাল সাউথ সহ অন্যান্য দেশগুলির তাদের দেশের অর্থনীতিকে ডিজিটালাইজ করার জন্য ডিপিআই গ্রহণ করা উচিত, সে সম্পর্কে অনেকেই ঐক্যমত প্রকাশ করেছেন।”
তিনি জানান, জি-২০র বৈঠকে যে তিনটি বিষয়কে সবথেকে গুরুত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথমটাই হল ডিজিটাল পাবলিক ইনফ্রাস্টাকচার বা ডিপিআই। দ্বিতীয় হল তথ্য সুরক্ষা বা সাইবার সুরক্ষা এবং তৃতীয় হল কারিগরী শিক্ষা বা স্কিলিং। এই তিনটি বিষয় নিয়েই আলোচনা হয়েছে। আগামী বছরে ভারতের হাত থেকে সভাপতিত্বের দায়িত্ব পাবে ব্রাজিল। ভারতের সভাপতিত্বে যে সিদ্ধান্ত ও কাজগুলি করা হচ্ছে, তার পরবর্তী দায়িত্ব গ্রহণ করবে ব্রাজিল।