Anurag Thakur: ‘কিংপিন এখনও বাইরে ঘুরছেন, ওঁর নম্বরও আসবে’, কেজরীকে চাঁচাছোলা আক্রমণ অনুরাগ ঠাকুরের

Delhi Liquor Scam: আপ সাংসদ সঞ্জয় সিংয়ের গ্রেফতারি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, "লোকজন অরবিন্দ কেজরীবালের উপরে হাসছেন। ওনার চোখেমুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছে। উপমুখ্যমন্ত্রী এখনও জেলে রয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জেলে।"

Anurag Thakur: 'কিংপিন এখনও বাইরে ঘুরছেন, ওঁর নম্বরও আসবে', কেজরীকে চাঁচাছোলা আক্রমণ অনুরাগ ঠাকুরের
অনুরাগ ঠাকুর।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2023 | 2:53 PM

নয়া দিল্লি: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। আপ নেতার গ্রেফতারির পরই প্রতিবাদে সরব দিল্লির শাসক দল। এবার পাল্টা আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবালকে আক্রমণ করে বলেন, “কেজরীবাল যাদের সততার সার্টিফিকেট দিয়েছিলেন, তারা সকলেই এখন জেলে। কিং পিন এখনও বাইরে ঘুরছে। শীঘ্রই তাঁর পালাও আসবে।”

এ দিন আপ সাংসদ সঞ্জয় সিংয়ের গ্রেফতারি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “লোকজন অরবিন্দ কেজরীবালের উপরে হাসছেন। ওনার চোখেমুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছে। উপমুখ্যমন্ত্রী এখনও জেলে রয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জেলে। যারা দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিয়ে সামনে এসেছিলেন, তাঁরাই এখন দুর্নীতিতে যুক্ত।”

কেজরীবালকে আক্রমণ করে অনুরাগ ঠাকুর বলেন, “কিং পিন এখনও বাইরে রয়েছেন। ওনার নম্বরও আসবে। তদন্ত চলছে। যাদের অরবিন্দ কেজরীবাল সততার সার্টিফিকেট দিয়েছিলেন, তারাই এক বছর ধরে জেলে রয়েছেন।”

এদিকে, সঞ্জয় সিংয়ের গ্রেফতারির পরই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল প্রতিবাদে সরব হন। তিনি বলেন, “লোকসভা নির্বাচনের আগে বিজেপির স্নায়ু দুর্বলতার প্রমাণ এটা। সঞ্জয় সিংয়ের গ্রেফতারি সম্পূর্ণ বেআইনি। এটা মোদীজির চিন্তাকেই তুলে ধরে। নির্বাচন অবধি ওরা আরও বিরোধী নেতাদের গ্রেফতার করা হবে।”

ইন্ডিয়া জোটের তরফেও আপের রাজ্যসভা সাংসদের গ্রেফতারির নিন্দা করা হয়েছে। আরজেডি নেতা মনোজ ঝা বলেন, “ইডি সঞ্জয় সিংকে গ্রেফতার করেনি, ওনাকে গ্রেফতার করেছে বিজেপির ইডি-আইটি-সিবিআই শাখা। অন্ধকার দিন শুরু হয়ে গিয়েছে… একনায়কতন্ত্রের যুগে যে ভয় পাবে, সে-ই মরে যাবে। স্বৈরাচারীরা ভয় পেয়েছে। শীঘ্রই এর পাল্টা জবাব দেওয়া হবে।”