Ashwini Vaishnaw: ‘মেড ইন ইন্ডিয়া’ মোবাইলের উৎপাদন ২২ গুণ বৃদ্ধি পেয়েছে: অশ্বিনী বৈষ্ণব
Ashwini Vaishnaw: মোবাইল উৎপাদনের হারের নিরিখে বিশ্বের অন্যান্য দেশগুলিকে টেক্কা দিতে শুরু করেছে ভারত। বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে বলে গত মাসেই পরিসংখ্যান দিয়েছিলেন কেন্দ্রীয় আমলা অমিতাভ কান্ত। এবার দেশীয় মোবাইল উৎপাদন বৃদ্ধির হার তুলে ধরলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
নয়া দিল্লি: মোবাইল উৎপাদনের হারের নিরিখে বিশ্বের অন্যান্য দেশগুলিকে টেক্কা দিতে শুরু করেছে ভারত। বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে বলে গত মাসেই পরিসংখ্যান দিয়েছিলেন কেন্দ্রীয় আমলা অমিতাভ কান্ত। এবার দেশীয় মোবাইল উৎপাদন বৃদ্ধির হার তুলে ধরলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দেশে মোবাইল উৎপাদন হার বৃদ্ধির সঙ্গে কর্মসংস্থানও বেড়েছে বলে শুক্রবার টুইট করেছেন তিনি।
এদিন দেশীয় মোবাইল উৎপাদন বৃদ্ধির হার তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইটারে জানিয়েছেন, “মেড ইন ইন্ডিয়া মোবাইলের উৎপাদন ২২ গুণ বৃদ্ধি পেয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১২ লক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।”
📱22 X increase in ‘Made in India’ mobile phone production.
🎯12 lakh employment generated (direct + indirect).@ICEA_India pic.twitter.com/hp8VQeiV4w
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) December 15, 2023
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকেই ‘আত্মনির্ভর ভারত’ গড়ার উপর জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনের সঙ্গে পুনরায় দ্বৈরথ শুরু হওয়ার পর ‘ভোকাল ফর লোকাল’-এর আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সেই আবেদনে সাড়া দিয়ে দেশীয় পণ্যের উপর ঝুঁকতে শুরু করেছে দেশবাসী। যার প্রভাব পড়েছে মোবাইল ফোন উৎপাদন ও বিক্রিতে। ২০২৪ সালের মধ্যেই ভারতে মোবাইল উৎপাদনের হার রেকর্ড গড়বে এবং আগামী দু-তিন বছরের মধ্যে ভারত মোবাইল রফতানি দেশ হিসাবে শীর্ষ তালিকায় উঠে আসবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই লক্ষ্যেই যে দেশ এগিয়ে চলেছে, তাঁর এদিনের টুইটেই স্পষ্ট।