Dharmendra Pradhan: ‘রান ফর ইউনিটি’-তে যোগদান করে ভারতকে স্বনির্ভর দেশ গড়ে তোলার অঙ্গীকার ধর্মেন্দ্র প্রধানের

Run for Unity: মহান ব্যক্তিত্ব সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানিয়ে তাঁর জন্মজয়ন্তীতে 'রাষ্ট্রীয় একতা দিবস' পালন করা হয়। আজ, ৩১ অক্টোবর দেশজুড়ে একতা দিবস উদযাপিত হচ্ছে। এদিন সকালে ওড়িশার কটকে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানিয়ে 'রান ফর ইউনিটি'-তে যোগদান করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

Dharmendra Pradhan: 'রান ফর ইউনিটি'-তে যোগদান করে ভারতকে স্বনির্ভর দেশ গড়ে তোলার অঙ্গীকার ধর্মেন্দ্র প্রধানের
কটকে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের।Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2023 | 12:34 PM

কটক: দেশের মহান ব্যক্তিত্ব সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানিয়ে তাঁর জন্মজয়ন্তীতে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ পালন করা হয়। আজ, ৩১ অক্টোবর দেশজুড়ে একতা দিবস উদযাপিত হচ্ছে। এদিন সকালে ওড়িশার কটকে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানিয়ে ‘রান ফর ইউনিটি’ (Run for Unity)-তে যোগদান করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)।

এদিন সকালে প্রথমে কটকে সর্দার বল্লভভাই প্যাটেলের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তারপর সেখানে উপস্থিত জমায়েত যুব, ছাত্রদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “সর্দার প্যাটেল চিরকাল প্রতিটি ভারতীয়ের হৃদয়ে বেঁচে থাকবেন। আমরা তাঁকে স্মরণ করি এবং দেশকে একত্রিত করার ক্ষেত্রে তাঁর স্মরণীয় প্রচেষ্টাকে প্রণাম জানাই।”

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উদযাপনের ছবি টুইটারে পোস্ট করে দেশবাসীর উদ্দেশ্যে কেন্দ্রীয় মন্ত্রী আরও লিখেছেন, “আমাদের অন্যতম সেরা জাতীয় আইকনের জয়ন্তী উদযাপনে কটকের জনগণের যে উদ্দীপনা দেখা যাচ্ছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আজ, #RashtriyaEktaDiwas-এ আসুন, আমরা সবাই আমাদের সামাজিক কাঠামোকে শক্তিশালী করা এবং ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি স্বনির্ভর ও উন্নত দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করি।”

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে এদিন দেশ জুড়ে রান ফর ইউনিটি (একতার জন্য দৌড়)-র আয়োজন করা হয়। কটকেও রান ফর ইউনিটি-র আয়োজন করা হয় এবং সেটিতে যোগদান করেন ছাত্র, যুব-সহ আধাসামরিক বাহিনীর জওয়ানরাও। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও রান ফর ইউনিটি-তে যোগদান করেন।

দৌড় শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “…আজ ওড়িশার সাংস্কৃতিক রাজধানী কটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে জাতীয় ঐক্য দিবস পালিত হচ্ছে। বিভিন্ন আধাসামরিক বাহিনী এবং সরকারের সামরিক বাহিনী এবং কটকের অনেক যুব সংগঠন একসঙ্গে এতে অংশ নিয়েছি, রান ফর ইউনিটি কার্যক্রমকে সফল করেছি। নেতাজি সুভাষ চন্দ্র বসুর এটা জন্মভূমি। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কটকের মানুষ রান ফর ইউনিটি-তে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে।” ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিকশিত দেশে পরিবর্তিত করা, গরীবদের কল্যাণ করা, দেশজ পণ্য নিয়ে ‘মেড ইন ইন্ডিয়া’ গড়ার যে আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন, সেটি সফল করবেন বলেও এদিন অঙ্গীকার করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।