Video: রাজধানীর রাজপথে উল্টোরথের দড়ি টানলেন কেন্দ্রীয় মন্ত্রী

সোমবার (১৫ জুলাই), নয়া দিল্লির হাউজ খাসের জগন্নাথ মন্দিরে বহুদা যাত্রায় অংশ নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বহুদা যাত্রা, অর্থাৎ, সাধারণভাবে যা উল্টো রথ নামে পরিচিত। এদিন, হাউজ খাসের জগন্নাথ মন্দিরে ৪৬তম বহুদা যাত্রার আয়োজন করা হয়েছিল।

Video: রাজধানীর রাজপথে উল্টোরথের দড়ি টানলেন কেন্দ্রীয় মন্ত্রী
হাউজ খাসের জগন্নাথ মন্দিরে বহুদা যাত্রায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jul 15, 2024 | 10:32 PM

নয়া দিল্লি: সোমবার (১৫ জুলাই), নয়া দিল্লির হাউজ খাসের জগন্নাথ মন্দিরে বহুদা যাত্রায় অংশ নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বহুদা যাত্রা, অর্থাৎ, সাধারণভাবে যা উল্টো রথ নামে পরিচিত। এদিন, হাউজ খাসের জগন্নাথ মন্দিরে ৪৬তম বহুদা যাত্রার আয়োজন করা হয়েছিল। ধুমধাম এবং ভক্তদের আধ্যাত্মিক উচ্ছ্বাসের মধ্যে এই যাত্রায় অংশ নেন ধর্মেন্দ্র প্রধান। তিনি এমনিতেই জগন্নাথের দেশের লোক। পুরীর রথযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন তিনি। এদিন, উল্টো রথের দিন নয়া দিল্লিতে থাকলেও রথের দড়ি টানবেন না, তা কি হয়?

শ্রী নীলাচল সেবা সংঘের জগন্নাথ মন্দিরে এদিন সকাল থেকেই মন্দিরের পুরোহিতরা সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা শুরু করে দিয়েছিলেন। বেলা সাড়ে ৩টে নাগাদ পাহান্ডি শোভাযাত্রায় তিন দেবতাকে মন্দিরের বেসমেন্টে অবস্থিত মাসির বাড়ি থেকে মন্দিরের সামনের গ্র্যান্ড রোডে অবস্থিত সুসজ্জিত রথে তোলা হয়। বিকেল সাড়ে ৪টে নাগাদ, স্তোত্র পাঠ, হরিবোল, জয় জগন্নাথ স্লোগান এবং ঘন্টা, ঝাঁজা ও মৃদঙ্গের ধ্বনির মধ্যে, ঝাড় দিয়ে রথযাত্রার সূচনা করেন, প্রধান অতিথি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরিজিৎ পাসায়াত ঐতিহ্যবাহী ছড়াপাহাড় করেন। তাঁদের সাহায্য করেন মন্দির পরিচালনা কমিটির সেক্রেটারি রবীন্দ্রনাথ প্রধান।

বিকাল ৫ টা নাগাদ কীর্তন এবং ভজন গানের মধ্য দিয়ে রথটি শ্রী জগন্নাথ মার্গের শ্রী অরবিন্দ প্লেস বাজারে এসে পৌঁছয়। তারপর রাতে ফের মন্দির প্রাঙ্গনে ফিরিয়ে নিয়ে আসা হয় রথ। গভীর রাতে তিন দেবদেবীকে শোভাযাত্রা করে নাট্যমণ্ডপে নিয়ে যাওয়া হয়। মন্দির সূত্রে জানানো হয়েছে, ১৯ জুলাই, নীলাদ্রিবিজের দিন পর্যন্ত দেবতারা নাট্যমণ্ডপেই থাকবেন।