G Kishan Reddy attack Rahul Gandhi: ‘লজ্জাজনক টুইট’, কোন ইস্যুতে রাহুলকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী
শনিবার সকালে রাহুলের টুইটের প্রেক্ষিতে একটি টুইট করেছেন রেড্ডি। সেখানেই তিনি রাহুল ও গান্ধী ও কংগ্রেসকে আক্রমণ করেছেন। ভারতের অভ্যন্তরীণ সমস্যাকে বাইরে লোকেদের সামনে তুলে ধরতে রাহুল গান্ধী বেশি আগ্রহী বলে অভিযোগ তাঁর।
নয়াদিল্লি: মণিপুর নিয়ে টুইট করে বিপাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই টুইটের জন্য রাহুলকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। শনিবার সকালে রাহুলের টুইটের প্রেক্ষিতে একটি টুইট করেছেন রেড্ডি। সেখানেই তিনি রাহুল ও গান্ধী ও কংগ্রেসকে আক্রমণ করেছেন। ভারতের অভ্যন্তরীণ সমস্যাকে বাইরে লোকেদের সামনে তুলে ধরতে রাহুল গান্ধী বেশি আগ্রহী বলে অভিযোগ তাঁর। রাহুলের এই টুইটকে ‘লজ্জাজনক টুইট’ বলেও অ্যাখ্যা দিয়েছেন তিনি।
শনিবার সকালে একটি টুইট করেছিলেন রাহুল গান্ধী। সেখানে তিনি লিখেছিলেন, “মণিপুর জ্বলছে। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করছে। কিন্তু প্রধানমন্ত্রী এ নিয়ে কোনও কথা বলছেন না। ইতিমধ্যে রাফাল তাঁকে বাস্তিল দিবসের প্যারেডে যাওয়ার টিকিট দিয়েছে।”
এই টুইটের পাল্টা জবাবে রাহুলকে আক্রমণ শানিয়েছেন জি কিষাণ রেড্ডি। কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, “সত্যিই লজ্জাজনক টুইট। ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাইরের কারও মন্তব্য করা উচিত নয়। এ কথা বলার পরিবর্তে রাহুল গান্ধী বাইরের লোকেদের মন্তব্যকে উদযাপন করছেন। দেশের নিরাপত্তাকে রাজনৈতিক অস্ত্র বানানো আরও লজ্জার। তিনি এবং কংগ্রেস দল কি আদৌ ভারতের স্বার্থ হৃদয়ে রাখেন?”
Really Shameful Tweet …
Rather than close ranks and speak in one voice that India’s internal matters should not be commented on by external entities, Rahul Gandhi prefers foreign entities to comment and celebrates it gleefully.
Dragging Country’s defence security for… https://t.co/aeCzeWLVck
— G Kishan Reddy (@kishanreddybjp) July 15, 2023
সম্প্রতি রাহুল গান্ধীর বিরুদ্ধে বিদেশের মাটিতে ভারত বিরোধী মন্তব্য করার অভিযোগে সরব হয়েছে বিজেপি। আমেরিকা ও ব্রিটেনের মাটিতে রাহুলের বক্তব্য নিয়ে সরব হয়েছিল কেন্দ্রের শাসকদল। সেই কথারই প্রতিধ্বনি পাওয়া গেল কেন্দ্রীয় মন্ত্রীর টুইটে।