ভিডিয়ো: বিমান থেকে কেমন দেখাল চন্দ্রাযানের উৎক্ষেপণ, দেখুন দুর্লভ দৃশ্য
শুক্রবার চন্দ্রায়ন-৩ মিশনের রকেট উৎক্ষেপণের দৃশ্য ক্যামেরা বন্দি করা হয়েছে একটি বিমান থেকে। সেই ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
নয়াদিল্লি: তৃতীয় বারের জন্য চন্দ্র অভিযানে নেমেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চন্দ্রায়ন-৩ মিশন নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে গোটা বিশ্বে। শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ২টো ৩৫ মিনিটে উৎক্ষেপিত হয়েছে এলভিএম-৩ রকেট। উৎক্ষেপণের পর সফল ভাবেই চন্দ্রপৃষ্ঠের উদ্দেশে এগিয়ে চলছে ভারতের চন্দ্রযান। চন্দ্রায়ন-৩ মিশনের রকেট উৎক্ষেপণের সেই দৃশ্য গত কাল থেকেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গোটা বিশ্ব দেখেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সাফল্যের দৃশ্য। বিমান থেকে এই উৎক্ষেপণের দৃশ্য কেমন লাগল জানেন।
শুক্রবার চন্দ্রায়ন-৩ মিশনের রকেট উৎক্ষেপণের দৃশ্য ক্যামেরা বন্দি করা হয়েছে একটি বিমান থেকে। সেই ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। ইসরোর প্রাক্তন ডিরেক্টর পিভি ভেঙ্কিটাকৃষ্ণণও নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন সেই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, উৎক্ষেপণের পর কী ভাবে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে এলভিএম-৩ রকেট। জানা গিয়েছে, চেন্নাই থেকে ঢাকাগামী বিমান থেকে ওই দৃশ্য ক্যামেরা বন্দি করা হয়েছে। ওই বিমানের চালক যাত্রীদের উৎক্ষেপণের দৃশ্য প্রত্যক্ষ করার জন্য সতর্ক করেছিলেন। অনেকে ক্যামেরায় সেই দৃশ্যও তুলে রাখেন।
Launch of Chandrayan 3 from flight. Sometime after takeoff from Chennai to Dhaka flight, pilot announced to watch this historical event pic.twitter.com/Kpf39iciRD
— Dr. P V Venkitakrishnan (@DrPVVenkitakri1) July 15, 2023
চন্দ্রায়ন-৩ যানের পৃথিবী থেকে চাঁদে যেতে প্রায় এক মাস সময় লাগবে। ২৩ অগস্ট তা চাঁদের বুকে নামবে বলে জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। সেখানে নামার পর এক চন্দ্রদিবস তা সক্রিয় থাকবে। এক চন্দ্রদিবস সমান পৃথিবীর ১৪ দিন।