Rajnath Singh: রাজস্থান, ছত্তীসগঢ় ও তেলঙ্গানায় বিজেপির সম্ভাবনা কী? TV9-এ অকপট রাজনাথ
Rajnath Singh: ইজরায়েল-হামাস যুদ্ধ প্রসঙ্গে এদিন ফের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট করে দেন যে, সন্ত্রাসের বিরুদ্ধে রয়েছে ভারত। গোটা বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি। একইসঙ্গে কাশ্মীরে জঙ্গি হামলা প্রসঙ্গেও পাকিস্তানকে কড়া বার্তা দেন প্রতিরক্ষামন্ত্রী।

হায়দরাবাদ: রাত পোহালেই রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগে শুক্রবার হায়দরাবাদে TV9-এর মুখোমুখি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজস্থানে জয়ের ব্যাপারে আশাবাদী রাজনাথ (Rajnath Singh) বলেন, “রাজস্থানে জয় হবেই।” তবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হবে কি না, সে বিষয়ে জোর দিয়ে বলতে নারাজ তিনি। ভোটে বিজেপি জয়ী হলে কে মুখ্যমন্ত্রী হবেন, সেটাও স্পষ্ট করেননি রাজনাথ সিং। তিনি জানান, জয়ী বিধায়কদের মধ্য থেকেই মুখ্যমন্ত্রী ঠিক করা হবে। তবে বসুন্ধরা রাজে যোগ্য নেত্রী এবং ভোটে তাঁর বিশেষ অবদান রয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিন পাক অধিকৃত কাশ্মীর (PoK) নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন রাজনাথ।
এদিন হায়দরাবাদে নির্বাচনী প্রচারে যান রাজনাথ সিং। সেখানেই TV9-এর মুখোমুখি হয়ে নির্বাচনের ফলাফল নিয়ে আশা প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর দাবি, কেবল রাজস্থান নয়, ছত্তীসগঢ়েও বিজেপি জয়ী হবে এবং সরকার গড়বে। এমনকি তেলঙ্গানা নির্বাচনেও বিজেপি জয়ী হবে বলে আশাবাদী তিনি। রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতাদের আলপটকা মন্তব্যের জন্যই বিজেপি আরও ভাল ফল করবে বলে মন্তব্য করেন রাজনাথ।
সম্প্রতি বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন রাহুল গান্ধী। এই ধরনের মন্তব্য ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন রাজনাথ। অযোধ্যার রাম মন্দির লোকসভা ভোটে বিজেপির ইস্যু হবে বলে ইতিমধ্যে আওয়াজ তুলেছেন বিরোধীরা। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মথুরায় গিয়ে পুজো দেওয়া নিয়েও কটাক্ষ করেছেন অনেকে। এই সমস্ত কথার জবাব দিয়ে রাজনাথ বলেন, “রাম মন্দির, কৃষ্ণ জন্মভূমি হল আস্থার কেন্দ্র। এগুলি রাজনীতির বিষয় নয়।”
কাশ্মীরের রাজৌরিতে জঙ্গি হামলা নিয়েও এদিন কড়া বার্তা দেন প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে বলেও জানান তিনি। একইসঙ্গে পাক অধিকৃত কাশ্মীর (PoK) প্রসঙ্গে বড় ঘোষণা করেন রাজনাথ। তিনি বলেন, “পিওকে আক্রমণ করার দরকার নেই। পিওকে নিজে থেকেই ভারতের সঙ্গে সামিল হওয়ার দিকে এগোচ্ছে।” এটা এক বছর আগে পূর্বাভাস দেওয়া হয়েছিল বলেও তিনি জানান।
অন্যদিকে, ইজরায়েল-হামাস যুদ্ধ প্রসঙ্গে এদিন ফের রাজনাথ সিং স্পষ্ট করে দেন যে, সন্ত্রাসের বিরুদ্ধে রয়েছে ভারত। গোটা বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি।





