3D printed temple: কংক্রিট নয়, 3D প্রিন্টের মন্দিরেই বাস করবেন দেবতা, নজির গড়ছে ভারত

3D printed temple: আধ্যাত্মিকতার সঙ্গে প্রযুক্তির এমন মেলবন্ধন আগে দেখেনি বিশ্বের মানুষ। গোটা বিশ্বে এই অভিনব প্রযুক্তি নিয়ে চলছে চর্চা। আগামিদিনে এই প্রযুক্তি পথ দেখাবে বলেই মনে করা হচ্ছে।

| Edited By: | Updated on: Nov 25, 2023 | 6:59 AM
3D প্রিন্টেই আস্ত নির্মাণ। বিশ্বে প্রথমবার এমন একটি মন্দির তৈরি হল তেলঙ্গানায়। মন্দির তৈরি করেছে সিম্পলিফোর্জ ক্রিয়েশন ও আপসুজা ইনফ্রাটেক নামে এক সংস্থা। তিন মাস লেগেছে ওই মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হতে।

3D প্রিন্টেই আস্ত নির্মাণ। বিশ্বে প্রথমবার এমন একটি মন্দির তৈরি হল তেলঙ্গানায়। মন্দির তৈরি করেছে সিম্পলিফোর্জ ক্রিয়েশন ও আপসুজা ইনফ্রাটেক নামে এক সংস্থা। তিন মাস লেগেছে ওই মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হতে।

1 / 5
সিম্পলিফোর্জ-এর চিফ অপারেটিং অফিসার অমিত ঘুলে জানিয়েছেন, এটা শুধুমাত্র ভারতে নয়, বিশ্বে প্রথম এমন একটি নির্মাণ। এই মন্দির আগামিদিনে এই প্রযুক্তির ক্ষেত্রে একটি নিদর্শন হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন তিনি।

সিম্পলিফোর্জ-এর চিফ অপারেটিং অফিসার অমিত ঘুলে জানিয়েছেন, এটা শুধুমাত্র ভারতে নয়, বিশ্বে প্রথম এমন একটি নির্মাণ। এই মন্দির আগামিদিনে এই প্রযুক্তির ক্ষেত্রে একটি নিদর্শন হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন তিনি।

2 / 5
এই মন্দির তিনটি পর্যায়ে নির্মিত হয়েছে। ৪ হাজার বর্গ ফুট জুড়ে থাকা ওই মন্দিরের উচ্চতা ৩৫.৫ ফুট। এর মধ্যে রয়েছে তিনটি গর্ভগৃহ। গণেশের জন্য মোদকের আকারের গর্ভগৃহ, চারকোনা ঘরটি শিবের ও পদ্ম আকারের ঘরে রয়েছেন পার্বতী।

এই মন্দির তিনটি পর্যায়ে নির্মিত হয়েছে। ৪ হাজার বর্গ ফুট জুড়ে থাকা ওই মন্দিরের উচ্চতা ৩৫.৫ ফুট। এর মধ্যে রয়েছে তিনটি গর্ভগৃহ। গণেশের জন্য মোদকের আকারের গর্ভগৃহ, চারকোনা ঘরটি শিবের ও পদ্ম আকারের ঘরে রয়েছেন পার্বতী।

3 / 5
এই তিন গর্ভগৃহই মূলত থ্রি ডি প্রিন্টের মাধ্যমে তৈরি হয়েছে। আর বাকি অংশ অর্থাৎ পিলার, স্ল্যাব, মেঝে- সবটা তৈরি হয়েছে স্বাভাবিক নির্মাণে।

এই তিন গর্ভগৃহই মূলত থ্রি ডি প্রিন্টের মাধ্যমে তৈরি হয়েছে। আর বাকি অংশ অর্থাৎ পিলার, স্ল্যাব, মেঝে- সবটা তৈরি হয়েছে স্বাভাবিক নির্মাণে।

4 / 5
 শুধুমাত্র দেশের নয়, সারা বিশ্বের মানুষের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে এই মন্দির। শুধুমাত্র মন্দিরের ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তিতে নির্মাণ কীভাবে করা যেতে পারে, তা নিয়েও চর্চা শুরু হয়েছে।

শুধুমাত্র দেশের নয়, সারা বিশ্বের মানুষের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে এই মন্দির। শুধুমাত্র মন্দিরের ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তিতে নির্মাণ কীভাবে করা যেতে পারে, তা নিয়েও চর্চা শুরু হয়েছে।

5 / 5
Follow Us: