Smriti Irani: ‘নিঃশর্ত ক্ষমা চান’, মেয়ের বিরুদ্ধে মিথ্যাচারের কড়া জবাব, কংগ্রেস নেতাদের আইনি নোটিস স্মৃতির

Smriti Irani: চলতি সপ্তাহেই কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয়েছিল, 'সিলি সোলস গোয়া' নামক ওই পানশালাটিকে বেআইনিভাবে চালায় স্মৃতি ইরানির কন্যা জোয়েশ ইরানি। যে ব্যক্তির নামে বারের লাইসেন্স নেওয়া রয়েছে, তার এক বছর আগেই মৃত্যু হয়েছে।

Smriti Irani: 'নিঃশর্ত ক্ষমা চান', মেয়ের বিরুদ্ধে মিথ্যাচারের কড়া জবাব, কংগ্রেস নেতাদের আইনি নোটিস স্মৃতির
কংগ্রেসকে পাল্টা জবাব কেন্দ্রীয় মন্ত্রীর। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2022 | 8:21 AM

নয়া দিল্লি: মেয়ের নামে মিথ্যাচার করা হয়েছে, এর জন্য কংগ্রেসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবেন বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। সেই কথা রেখেই এবার কংগ্রেসের তিন নেতাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য আইনি নোটিস পাঠালেন কেন্দ্রীয় মন্ত্রী। স্মৃতি ইরানির ১৮ বছরের কন্যা জোইস ইরানি গোয়ায় বেআইনি পানশালা চালান বলেই সম্প্রতি অভিযোগ করেছিলেন বেশ কয়েকজন কংগ্রেস নেতা। এই অভিযোগের ভিত্তিতেই মন্ত্রিসভা থেকে স্মৃতি ইরানিকে বরখাস্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছিল কংগ্রেস। এবার আইনি নোটিসের মাধ্যমেই অভিযোগের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্য়াণ মন্ত্রী।

জানা গিয়েছে, কংগ্রেস নেতা পবন খেরা, জ.রাম রমেশ ও নেত্তা ডি’সুজাকে আইনি নোটিস পাঠিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ওই আইনি নোটিসে কংগ্রেস নেতাদের অবিলম্বে অভিযোগ প্রত্যাহারের পাশাপাশি লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছে। নির্দেশে বলা হয়েছে, “এই ভুয়ো অভিযোগ এনে জনসমক্ষে মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। একইসঙ্গে তাঁর (স্মৃতি ইরানি) ও তাঁর কন্যার সম্মানহানির চেষ্টাও করা হয়েছে।”

নোটিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, স্মৃতি ইরানির মেয়ে জোয়েশ ইরানি কখনওই গোয়ায় পানশালা চালানোর সঙ্গে যুক্ত ছিলেন না। কিন্তু কংগ্রেসের অভিযোগে ‘সংস্কারের’ কথা উল্লেখ করে মা-মেয়েকে সমাজে ছোট করার চেষ্টা করা হয়েছে।

এদিকে, রবিবারই কংগ্রেসের যুব সভাপতি বিভি শ্রীনীবাস টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে পুলিশের উপস্থিতিতে দলীয় কর্মীরা কালো টেপ দিয়ে ঢেকে রাখা রেস্তরাঁর নাম বের করছেন। কংগ্রেসের দাবি, বিতর্ক শুরু হওয়ার পরই রেস্তরাঁ ও পানশালার নাম আড়াল করার চেষ্টা করা হয়েছে।

চলতি সপ্তাহেই কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয়েছিল, ‘সিলি সোলস গোয়া’ নামক ওই পানশালাটিকে বেআইনিভাবে চালায় স্মৃতি ইরানির কন্যা জোয়েশ ইরানি। যে ব্যক্তির নামে বারের লাইসেন্স নেওয়া রয়েছে, তার এক বছর আগেই মৃত্যু হয়েছে।

শনিবার এই অভিযোগের জবাবে সাংবাদিক বৈঠক করে স্মৃতি ইরানি বলেছিলেন যে, কংগ্রেসের যদি সাহস থাকে, তবে তাঁর মেয়ে কোনও ভুল বা বেআইনি কাজের সঙ্গে জড়িত, তা প্রমাণ করে দেখাক। এবার তিনি সরাসরি আদালতেই কথা বলবেন।