Harassment: আমার পাশে শুয়ে পড়ুন! এক্সপ্রেস ট্রেনে মহিলা যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গ্রেফতার সিআরপিএফ জওয়ান

CRPF Jawan: পুলিশ জানিয়েছে, ওই জওয়ান মত্ত অবস্থায় ছিলেন। বিহার শরণ জেলার একটি গ্রামে অভিযুক্ত জওয়ানের বাড়ি বলে জানিয়েছে পুলিশ।

Harassment: আমার পাশে শুয়ে পড়ুন! এক্সপ্রেস ট্রেনে মহিলা যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গ্রেফতার সিআরপিএফ জওয়ান
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2022 | 9:30 AM

বক্সার: এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে যাচ্ছিলেন এক মহিলা যাত্রী। পথমধ্যে সেই কামরায় ওঠেন এক সিআরপিএফ জওয়ান। অভিযোগ গায়ের জোরে মহিলার সংরক্ষিত আসন দখল করেন তিনি। মহিলা অনুরোধ করলেও সেখান থেকে ওঠেননি। উল্টে মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মহিলার সংরক্ষিত আসনে তাঁর সঙ্গে মহিলাকে শুতে বলেছিলেন বলে অভিযোগ। পরবর্তী স্টেশন এলে পুলিশ কন্ট্রোলরুমে ফোন করেন হেনস্থার শিকার হওয়া ওই মহিলা যাত্রী। এর পর জিআরপি-র কাছে খবর পৌঁছয় ওই ট্রেন বিহারের বক্সার স্টেশন এলে অভিযুক্ত সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করে জিআরপি। পুলিশ জানিয়েছে, ওই জওয়ান মত্ত অবস্থায় ছিলেন। বিহার শরণ জেলার একটি গ্রামে অভিযুক্ত জওয়ানের বাড়ি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির আনন্দবিহার থেকে গুয়াহাটিগামী নর্থ ইস্ট সুপার ফাস্ট ট্রেনে উঠেছিলেন ওই মহিলা। প্রয়াগরাজ স্টেশন থেকে ওই ট্রেনে ওঠেন অভিযুক্ত সিআরপিএফ জওয়ান। তাঁর নাম নীরজ কুমার। সেই স্টেশনে উঠে ওই মহিলার সংরক্ষিত আসেনে বসে পড়েন তিনি। তার পর জোর করে সেখানে শুয়ে পড়েন। পুলিশ জানিয়েছে, মহিলা আপত্তি জানালে অভিযুক্ত জওয়ান মহিলাকে বলেন, অন্য কোনও আসনে যেতে বলেন। ঘটনার সময় অভিযুক্ত জওয়ান সেনার পোশাকেই ছিলেন। ওই মহিলা আসন ছেড়ে দিতে বললে, তাঁর পাশে শোওয়ার জন্য মহিলাক বলেন অভিযুক্ত। এবং তাঁকে হেনস্থা করেছে বলেও অভিযোগ জানান ওই মহিলা। ট্রেন দীনদয়াল উপাধ্যায় (মুঘলসরাই) স্টেশনে পৌঁছনোর পর পুলিশের কন্ট্রোলরুমে অভিযোগ জানান মহিলা।

এরপর জিআরপি-কে সতর্ক করে পুলিশ। ট্রেন পরবর্তী স্টেশন বিহারের বক্সারে পৌঁছলে অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করে পুলিশ। শ্বাস পরীক্ষার সময় দেখা যায়, ওই জওয়ান মত্ত অবস্থায় রয়েছেন। বক্সার জিআরপিএফ জানিয়েছেন, মহিলার শ্লীলতাহানি, ট্রেনের মধ্যে মত্ত অবস্থায় থাকা, অনৈতিক ভাবে আসন দখল এই অভিযোগে জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি বিহারের সোনপুর থানার অন্তর্গত বাদুরি গ্রামে।