Droupadi Murmu Oath Taking : রাষ্ট্রপতির কুর্সিতে দ্রৌপদী মুর্মু, ‘চোখে জল আনার মুহূর্ত’ বললেন প্রধানমন্ত্রী

| Edited By: | Updated on: Jul 25, 2022 | 4:26 PM

Droupadi Murmu Swearing-In : বিরোধী দলগুলির মনোনীত প্রার্থী যশবন্ত সিনহাকে প্রায় ৩ লক্ষেরও বেশি ভোটে হারিয়ে জয়ী হন এনডিএ মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু।

Droupadi Murmu Oath Taking : রাষ্ট্রপতির কুর্সিতে দ্রৌপদী মুর্মু, 'চোখে জল আনার মুহূর্ত' বললেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি ভবনে দ্রৌপগী মুর্মু ও রামনাথ কোবিন্দ।

আজ দেশ পেতে চলেছে নতুন রাষ্ট্রপতি। দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গত ১৮ জুলাই দেশের রাষ্ট্রপতি নির্বাচন হয়, ফল প্রকাশ হয় ২১ জুলাই। বিরোধী দলগুলির মনোনীত প্রার্থী যশবন্ত সিনহাকে প্রায় ৩ লক্ষেরও বেশি ভোটে হারিয়ে জয়ী হন এনডিএ মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু। আজ তিনি দেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। সংসদ ভবনেই আয়োজন করা হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা, বিভিন্ন রাজ্যের মুখ্য়মন্ত্রী ও রাজ্যপাল, একাধিক দেশের প্রতিনিধিরা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 25 Jul 2022 03:17 PM (IST)

    কী কী সুবিধা পাবেন মুর্মু?

    রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন দ্রৌপদী। দেশের শীর্ষ সাংবিধানিক পদে দ্রৌপদীর শপথ গ্রহণের পর আরও একবার একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কত বেতন পান দেশের প্রথম নাগরিক? রাষ্ট্রপতি হিসেবে আর কী কী সুযোগ-সুবিধা মিলবে?

    বিস্তারিত পড়ুন Draupadi Murmu: নয়া রাষ্ট্রপতির বেতন কত? আর কী কী সুযোগ-সুবিধা পাবেন দেশের প্রথম নাগরিক?

  • 25 Jul 2022 03:16 PM (IST)

    এক নজরে বক্তব্যের ৫ গুরুত্বপূর্ণ দিক

    রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে গিয়ে দায়িত্বভার গ্রহণ করেছিলেন দ্রৌপদী। রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণের পর প্রথম বক্তৃতা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন দ্রৌপদী।

    বিস্তারিত পড়ুন Droupadi Murmu: রাষ্ট্রপতি পদে শপথ দ্রৌপদীর, এক নজরে বক্তব্যের ৫ গুরুত্বপূর্ণ দিক

  • 25 Jul 2022 12:30 PM (IST)

    রাষ্ট্রপতি ভবন ছাড়লেন রামনাথ কোবিন্দ

    রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনের নতুন বাসিন্দা নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিগত ৫ বছর ধরে এখানেই থাকতেন রামনাথ কোবিন্দ। বর্তমানে তাঁর নতুন ঠিকানা হল জনপথ রোড।

  • 25 Jul 2022 12:28 PM (IST)

    প্রাক্তন রাষ্ট্রপতিকেও জানানো হল সম্মান

  • 25 Jul 2022 12:27 PM (IST)

    প্রথম গার্ড অব ওনার পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

  • 25 Jul 2022 12:25 PM (IST)

    রাষ্ট্রপতি ভবনে এলেন প্রধানমন্ত্রী

    দেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে রাষ্ট্রপতি ভবনে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 25 Jul 2022 12:24 PM (IST)

    রাষ্ট্রপতি দফতরের দায়িত্ব গ্রহণ করলেন দ্রৌপদী মুর্মু

    প্রাক্তন রাষ্ট্রপতির হাত থেকে ক্ষমতা হস্তান্তর করে নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে রাষ্ট্রপতি দফতরের দায়িত্ব তুলে দেওয়া হল।

    President Droupadi Murmu assumes the office of the President at the Rashtrapati Bhavan. Former President Ram Nath Kovind also present with her.

    (Source: Rashtrapati Bhavan) pic.twitter.com/36Cnyyvqs5

    — ANI (@ANI) July 25, 2022

  • 25 Jul 2022 12:22 PM (IST)

    রাষ্ট্রপতির স্যালুট পেলেন দ্রৌপদী মুর্মু

  • 25 Jul 2022 12:15 PM (IST)

    গান স্যালুটে স্বাগত নতুন রাষ্ট্রপতিকে

    রাষ্ট্রপতি ভবনে সাড়ম্বরে স্বাগত জানানো হল নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

  • 25 Jul 2022 10:55 AM (IST)

    আগত অতিথিদের সঙ্গে সাক্ষাৎ নতুন রাষ্ট্রপতির

    রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

  • 25 Jul 2022 10:51 AM (IST)

    গরিব মানুষেরা শুধু স্বপ্নই দেখেন না, তা পূরণও হয়: দ্রৌপদী মুর্মু

    রাষ্ট্রপতি আরও বলেন, “রাষ্ট্রপতি পদে পৌঁছানো আমার ব্যক্তিগত সাফল্য নয়। এটা দেশের সকল গরিব মানুষের সাফল্য। আমার মনোনয়ন এটাই প্রমাণ করে যে দেশের গরিব মানুষেরা শুধু স্বপ্নই দেখেন না, তা পূরণও হয়।”

  • 25 Jul 2022 10:48 AM (IST)

    স্বাধীন ভারতের যে স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা, তা পূরণ করার দায়িত্ব আমাদের: রাষ্ট্রপতি

    নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, “আমিই প্রথম রাষ্ট্রপতি যিনি দেশ স্বাধীনতা লাভ করার পর জন্মগ্রহণ করেছি। ভারতকে স্বাধীন করতে দেশের নাগরিকদের সঙ্গে নিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যে লড়াই করেছিলেন, তাদের প্রত্যাশা পূরণের দায়িত্ব আমাদের।”

  • 25 Jul 2022 10:37 AM (IST)

    রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে ধন্যবাদ জানালেন দ্রৌপদী মুর্মু

    রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেই দ্রৌপদী মুর্মু বললেন, “এই সংসদে দাঁড়ানো, এটা প্রত্যাশা ও অধিকার সকল ভারতীয়ের। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই আমার উপর বিশ্বাস রাখা ও সমর্থন জানানোর জন্য।”

  • 25 Jul 2022 10:33 AM (IST)

    নতুন রাষ্ট্রপতিকে অধিবাদন

    সংসদে উপস্থিত সকল অতিথিরাই অধিবাদন জানালেন দেশের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে।

  • 25 Jul 2022 10:31 AM (IST)

    শপথ নিচ্ছেন দ্রৌপদী মুর্মু

    রাষ্ট্রপতি পদে শপথ নিচ্ছেন দ্রৌপদী মুর্মু। তাঁকে শপথবাক্য পাঠ করাচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমন।

  • 25 Jul 2022 10:29 AM (IST)

    সংসদের মুহূর্ত

  • 25 Jul 2022 10:29 AM (IST)

    সংসদে পৌঁছলেন দ্রৌপদী মুর্মু

  • 25 Jul 2022 09:36 AM (IST)

    রাষ্ট্রপতি ভবনে মুর্মুকে স্বাগত জানালেন রামনাথ কোবিন্দ

    রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁকে স্বাগত জানান বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ।

  • 25 Jul 2022 09:32 AM (IST)

    মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি দ্রৌপদী মুর্মুর

    রাজঘাটে মহাত্মা গান্ধীর শহিদ বেদীতে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ জানালেন হবু রাষ্ট্রপতি।

  • 25 Jul 2022 09:31 AM (IST)

    রাজঘাটে পৌঁছলেন হবু রাষ্ট্রপতি

  • 25 Jul 2022 09:30 AM (IST)

    রাজঘাটের উদ্দেশে রওনা দিলেন দ্রৌপদী মুর্মু

    রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার আগে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ জানাতে গেলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

  • 25 Jul 2022 09:28 AM (IST)

    শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ছাড়াও উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা, মন্ত্রিসভার একাধিক সদস্য উপস্থিত থাকবেন। ওড়িশা সহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালও উপস্থিত থাকবেন।  বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও আমন্ত্রণ পেয়েছেন এই অনুষ্ঠানে।

  • 25 Jul 2022 09:24 AM (IST)

    প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

    দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী মুর্মু।

Published On - Jul 25,2022 9:21 AM

Follow Us: