UP Bus Accident: দুমড়ে মুচড়ে গিয়েছে বাসের একাংশ, এক্সপ্রেসওয়েতে ডবল ডেকার বাসের তুমুল রেষারেষি, মৃত কমপক্ষে ৮
UP Bus Accident: পাশাপাশি দুটি ডবল ডেকার বাসের ধাক্কায় মৃত্যু হল ৮ জনের। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক।
লখনউ: ভয়াবহ দুর্ঘটনা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। পাশাপাশি দুটি ডবল ডেকার বাসের রেষারেষির মাশুল গুনতে হল সাধারণ যাত্রীদের। সোমবার সকালে উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে সংঘর্ষ হয় দুটি বাসের মধ্যে। জানা গিয়েছে, নিজেদের মধ্যে রেষারেষি করতে গিয়েই ধাক্কা মারে বাসদুটি। সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক। তাদের লখনউয়ের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লখনউ থেকে ৩০ কিলোমিটার দূরে, উত্তর প্রদেশের বারাবনকি জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। দুটি বাসই বিহার থেকে দিল্লি যাচ্ছিল। লোনি কাটরা পুলিশ স্টেশনের কাছে নরেন্দ্রপুর মাদ্রাহা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্য়েই ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছেছে। বাসযাত্রীদের উদ্ধার করে বারাবনকির কাছে হায়দরগড় স্বাস্থ্য়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্য়ে তিনজনের অবস্থা অতি সঙ্কটজনক হওয়ায়, তাদের লখনউয়ের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে।
#WATCH | Accident at Purvanchal expressway near Barabanki in UP leaves 6 persons dead & 18 injured after a speeding double-decker bus collided with a stationary one. 3, reported to be critical, referred to trauma centre in Lucknow. Buses were en route from Bihar to Delhi pic.twitter.com/RUELIchJh9
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 25, 2022
জানা গিয়েছে, একই রুটের বাস হওয়ায় দীর্ঘক্ষণ ধরেই এক্সপ্রেসওয়ের উপরে রেষারেষি করছিল ডবল ডেকার দুটি বাস। আচমকাই সামনে থাকা বাসটি ব্রেক মারে। পিছল থেকে আসা বাসটি টাল সামলাতে না পেরেই ধাক্কা মারে বাসের পিছনে। বাসের গতি এতটাই বেশি ছিল যে পাশাপাশি ঘষা খেতে খেতে বেশ কিছুটা এগিয়ে যায়। একটি বাসের অর্ধেক অংশ ভেঙেচুরে সম্পূর্ণ উঠে গিয়েছে। ভিতরের সিটগুলিও দেখা যাচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকরাও জানিয়েছেন, ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি বাস কম ক্ষতিগ্রস্ত হলেও, অপর বাসটি সম্পূর্ণ ভেঙেচুরে গিয়েছে। বাসের সিটগুলিও ভেঙে দুমড়ে-মুচড়ে গিয়েছে। এখনও অবধি ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক।
पूर्वांचल एक्सप्रेस-वे पर सड़क दुर्घटना में हुई जनहानि अत्यंत दुःखद है।
संबंधित अधिकारियों को राहत व बचाव कार्य तेजी से संचालित करने और घायलों के समुचित उपचार हेतु निर्देश दिए गए हैं।
प्रभु श्री राम दिवंगत आत्माओं को शांति तथा घायलों को शीघ्र स्वास्थ्य लाभ प्रदान करें।
— Yogi Adityanath (@myogiadityanath) July 25, 2022
দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি টুইটে লিখেছেন, “পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার অত্যন্ত দুঃখজনক সংবাদ পেলাম। সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজ ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”