MGNREGA: ২৫ লাখ ভুয়ো জবকার্ড, কোথায় গেল টাকা? CBI তদন্ত চান গিরিরাজ

Allegation of Fake Job Card: একশো দিনের কাজের টাকা নিয়ে পাল্টা দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। একশো দিনের কাজের টাকার ক্ষেত্রে বাংলায় প্রচুর ভুয়ো জব কার্ড ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ গিরিরাজের। আর এই একশো দিনের কাজের টাকার ইস্যুতে এবার সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী।

MGNREGA: ২৫ লাখ ভুয়ো জবকার্ড, কোথায় গেল টাকা? CBI তদন্ত চান গিরিরাজ
মমতাকে নিশানা গিরিরাজেরImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2023 | 5:07 PM

নয়া দিল্লি: একশো দিনের কাজের টাকা দাবিতে আন্দোলনের সুর চড়াচ্ছে তৃণমূল। বাস ভর্তি করে দিল্লিতে লোক নিয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। গান্ধী জয়ন্তীতে রাজঘাটে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূল। দিল্লি পুলিশের তরফে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এসবের মধ্যেই একশো দিনের কাজের টাকা নিয়ে পাল্টা দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। একশো দিনের কাজের টাকার ক্ষেত্রে বাংলায় প্রচুর ভুয়ো জব কার্ড ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ গিরিরাজের। আর এই একশো দিনের কাজের টাকার ইস্যুতে এবার সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী।

অভিষেকরা যখন রাজঘাটে অবস্থান-বিক্ষোভ করছিলেন, তখন সাংবাদিক বৈঠক করে পাল্টা সুর চড়ালেন গিরিরাজ সিং। তাঁর বক্তব্য, বাংলায় একশো দিনের কাজের টাকা নিয়ে যখন অনুসন্ধান করা হয়, তখন অনুসন্ধান কমিটির সঙ্গে একেবারেই সহযোগিতা করা হয়নি। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, এরপর যখন আধারের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হল, তখন দেখা গিয়েছে প্রায় ২৫ লাখ জবকার্ডে হেরফের রয়েছে। বললেন, “২৫ লাখ শ্রমিকের নামে টাকা ঘোরানো হয়েছে। এটা শুধু চুরিই নয়, গা জোয়ারিও। এখন তো মনে হচ্ছে, সময় এসে গিয়েছে এটার তদন্তভার আমাকে সিবিআই-এর উপর দিয়ে দিতে হবে। যেভাবে অনুসন্ধানে অসহযোগিতা মিলেছে, তার উপর ২৫ লাখ জবকার্ডের ইস্যু… এটা অবশ্যই তদন্ত হওয়া দরকার।”

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে সরাসরি হুঁশিয়ারি ছুঁড়ে দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী। গিরিরাজ বললেন, ” আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হুঁশিয়ারি দিচ্ছি, গরিবের লুঠ করা টাকা গরিবদের ফেরত দিন। ২৫ লাখ ভুয়ো জবকার্ডের টাকা কোথায় ব্যবহার করা হয়েছে, এটা কেন্দ্রীয় সরকার ও দেশবাসী জানতে চায়।” এত কিছুর পরেও সড়ক, বার্ধক্য পেনশন, বিধবা পেনশন-সহ বিভিন্ন প্রকল্পের টাকা যে কেন্দ্রীয় সরকার আটকে রাখেনি, সেই কথাও সাংবাদিক বৈঠকে স্মরণ করিয়ে দিলেন গিরিরাজ।