Boy Thrashed: দোকানে বসার জন্য ৭ বছরের ছেলেকে বেধড়ক মারল বাবা-ছেলে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালক কাগজ কুড়িয়ে বেড়াত। সম্প্রতি অভিযুক্ত দুজনের জুতোর দোকানে বসেছিল সে। দোকানে বসে কেক খাচ্ছিল। তা দেখতে পেয়েই তাকে মারতে শুরু করে বাবা-ছেলে। এই মারের জেরে গুরুতর আহত হয়েছে ওই বালক। বর্তমানে সে আগ্রার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

Boy Thrashed: দোকানে বসার জন্য ৭ বছরের ছেলেকে বেধড়ক মারল বাবা-ছেলে
বেধড়ক মারা হচ্ছে বালককেImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 7:41 PM

আগ্রা: আগ্রার তাজমহলের কাছে জুতো দোকান। বাবা ও ছেলে মিলে চালান সেই দোকান। সেই দোকানেই এসে বসেছিলেন ৭ বছরের এক বালক। কেবলমাত্র দোকানের ভিতরে বসার জন্য ওই নাবালককে মারতে শুরু করেন বাবা-ছেলে। মেরে তাঁর হাল খারাপ করে দেন দুজনে। দোকানের সিসিটিভি ক্যামেরাতেই ধরা পড়েছে সেই ঘটনার দৃশ্য। তার পর বিষয়টি নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বাবা-ছেলের হাতে মার খেয়ে ওই বালক এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালক কাগজ কুড়িয়ে বেড়াত। সম্প্রতি অভিযুক্ত দুজনের জুতোর দোকানে বসেছিল সে। দোকানে বসে কেক খাচ্ছিল। তা দেখতে পেয়েই তাকে মারতে শুরু করে বাবা-ছেলে। এই মারের জেরে গুরুতর আহত হয়েছে ওই বালক। বর্তমানে সে আগ্রার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বাবা-ছেলের নাম শেখর সিং এবং যোগেশ সিং। ঘটনা নিয়ে সহকারী পুলিশ সুপার সৈয়দ আরি আহমেদ জানিয়েছেন, ভিডিয়ো দেখে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। আহত বালক এখন হাসপাতালে চিকিৎসাধীন।

সেপ্টেম্বর মাসে পঞ্জাবের লুধিয়ানায় ১০ বছরের স্কুলছাত্রকে মারধরের অভিযোগ উঠেছিল এক শিক্ষক-সহ তিন ব্যক্তির বিরুদ্ধে। ২ দিন ধরে ওই ছাত্রের উপর নির্যাতন চালানো হয়েছিল বলে অভিযোগ। কিন্তু ঘটনার কথা কাউকে বলতে বারণ করেছিলেন অভিযুক্তরা। ওই ছাত্রের মা দেখেন, খুঁড়িয়ে হাঁটছে ছেলে। তার সারা শরীরে ব্যথা। এর পর গোটা ঘটনা সামনে আসে।