Liquor sale time: সুরাপ্রেমীদের জন্য সুখবর! রাতে মদ বিক্রির সময়সীমা বাড়ল
Liquor sale time extended: সুরাপ্রেমীদের জন্য সুখবর! রাত ১২টা বাজলেই শুরু হয়ে যাবে বড়দিনের উৎসব। শহরে-শহরে প্রতিটি গির্জায় যেমন শুরু হবে প্রার্থনা, তেমনই শুরু হবে উৎসবের আমেজ। আর এই উৎসব চলবে ১ জানুয়ারি পর্যন্ত। আর এই উৎসব মানেই মদের কেনাকাটা বাড়ে। তাই বড়দিন ও নববর্ষ উপলক্ষ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার।
লখনউ: সুরাপ্রেমীদের জন্য সুখবর! রবিবার রাত ১২টা বাজলেই শুরু হয়ে যাবে বড়দিনের উৎসব। শহরে-শহরে প্রতিটি গির্জায় যেমন শুরু হবে প্রার্থনা, তেমনই শুরু হবে উৎসবের আমেজ। আর এই উৎসব চলবে ১ জানুয়ারি পর্যন্ত। আর এই উৎসব মানেই মদের কেনাকাটা বাড়ে। তাই বড়দিন ও নববর্ষ উপলক্ষ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। এবারে ক্রিসমাস ইভ ও নিউ ইয়ার ইভ-এ মদ বিক্রির সময়সীমা বাড়িয়েছে উত্তর প্রদেশ সরকার। এই বিষয়ে নির্দেশিকাও জারি করেছে সরকার।
উত্তর প্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, গোটা রাজ্যে মাস ইভ ও নিউ ইয়ার ইভ অর্থাৎ ২৪ ও ৩১ ডিসেম্বর মদের দোকান রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। সাধারণত মদের দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। অর্থাৎ ১ ঘণ্টা সময়সীমা বাড়ল।
প্রসঙ্গত, ৬৩ বছর পর শুক্রবারই ড্রাই রাজ্য থেকে মুক্তি পেয়েছে গুজরাট। শর্তসাপেক্ষে রাজ্যে মদ বিক্রি ও মদ কেনার অনুমতি দিয়েছে গুজরাট সরকার। হোটেল, রেস্তোরাঁ ও ক্লাবে মদ পাওয়া যাবে। বড়দিন ও নববর্ষের আগে এটা গুজরাটের সুরাপ্রেমীদের কাছে যেমন বড় খবর, তেমনই লাভ বাড়ার আশায় হেটেল, রেস্তোরাঁ মালিকেরা।