Uttar Pradesh: বোমা বিস্ফোরণের হুমকিতে উত্তর প্রদেশের রেল স্টেশনে আঁটোসাঁটো নিরাপত্তা , ‘ভুয়ো খবর’ মত পুলিশের

Bomb Attack, রেল পুলিশের (Railway Police Force) ডিএসপি সুদেশ কুমার গুপ্তা (Sudesh Kumar Gupta) জানিয়েছেন, এই হুমকি চিঠির পরিপ্রেক্ষিতে জিআরপি থানায় অজানা ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

Uttar Pradesh: বোমা বিস্ফোরণের হুমকিতে উত্তর প্রদেশের রেল স্টেশনে আঁটোসাঁটো নিরাপত্তা , 'ভুয়ো খবর' মত পুলিশের
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2021 | 6:11 PM

মিরাট: মিরাট (Meerut) শহরের ট্রেন স্টেশনের সুপারের কাছে আসে এক বেনামি চিঠি। চিঠিতে হুমকি দেওয়া হয় রাজ্যের ৯ টি জেলার রেলওয়ে স্টেশন ও মন্দির বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে। সেই ৯ টি জেলার মধ্যে মিরাটেরও নাম রয়েছে। আগামীকালই মিরাট সফরে আসছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath), তাঁর সফরের আগেই এই হুমকি চিঠিতে নড়েচড়ে বসে প্রশাসন। জেলার সব কটি রেলওয়ে স্টেশনে নজিরবিহীনভাবে নিরাপত্তা বৃদ্ধি করা হয়। যদি পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা এই হুমকি চিঠির বাস্তবতা নিয়েই প্রশ্ন তুলছেন। তাদের মতে আদতে এই চিঠি ভুয়ো। প্রশাসনকে বিব্রত করার উদ্দেশ্য নিয়েই এই চিঠি পাঠানো হয়েছে।

রেল পুলিশের (Railway Police Force) ডিএসপি সুদেশ কুমার গুপ্তা (Sudesh Kumar Gupta) জানিয়েছেন, এই হুমকি চিঠির পরিপ্রেক্ষিতে জিআরপি থানায় অজানা ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ কোনও উদ্দেশ্য নিয়ে প্রতারণা করেছেন। গত ৩০ অক্টোবর, হাপুর রেলওয়ে স্টেশনের পুলিশ সুপার ঘরেও একই ধরনের চিঠি পাওয়া গিয়েছে। সেই চিঠি পাওয়া পরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও কিছু মেলেনি। রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার জানিয়েছেন, আজ পাওয়া এই হুমকি চিঠিতে, মিরাট, গাজিয়াবাদ, হাপুর, মুজাফফরনগর, আলিগড়, খুরজা, কানপুর, লখনউ এবং শাহজাহানপুরে বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়েছে। পুলিশ সুপার (শহর) বিনীত ভাটনগর (Bineet Bhatnagar) বলেছেন, বৃহস্পতিবার মীরাটে মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত সফরের পরিপ্রেক্ষিতে, পুলিশ প্রশাসন নজরদারি বাড়িয়েছে।

আরও পড়ুন Devendra Fadnavis: ‘শুয়োরের সঙ্গে লড়তে নেই’, দাউদ যোগের অভিযোগ ওঠার পরই ইঙ্গিতপূর্ণ পোস্ট ফড়ণবীসের

আরও পড়ুন Parliament Winter Session: চলতি মাসের শেষেই শীতকালীন অধিবেশন, কী কী ইস্যুতে কেন্দ্রকে আক্রমণের ঘুঁটি সাজাচ্ছে বিরোধীরা?