US Secretary on PM Modi: ‘দূরদর্শী’ নমোর সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণায় মার্কিন সচিব, জানালেন মোদীর চোখে AI-র অর্থ

US Secretary on PM Modi: মার্চে ভারত সফরে এসেছিলেন আমেরিকার বাণিজ্য সচিব জিনা রেইমান্ডো।

US Secretary on PM Modi: 'দূরদর্শী' নমোর সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণায় মার্কিন সচিব, জানালেন মোদীর চোখে AI-র অর্থ
গ্রাফিক্স: টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2023 | 6:33 PM

নয়া দিল্লি: ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবিশ্বাস্য ও দূরদর্শী’। ভারত সফরের কথা স্মরণ করে মোদীকে নিয়ে এমনটাই মন্তব্য করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব জিনা রেইমান্ডো (Gina Raimando)। সম্প্রতি মার্চ মাসেই ভারত সফরে এসেছিলেন এই মার্কিন সচিব। তাঁর সফরকালে হোলির উৎসবেও অংশগ্রহণ করেন তিনি। আর এই সময় ভারতের সংস্কৃতি, ঐতিহ্য ও উদযাপনের সেরা দিকগুলি তাঁর সামনে মেলে ধরা হয়েছে। এবার ইন্ডিয়া হাউসে আমেরিকায় বসবাসকারী ভারতীদের উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় এই সফরকালের স্মৃতিচারণা করলেন জিনা রেইমান্ডো।

এই অনুষ্ঠানে বক্তৃতার সময় মোদীয় প্রশংসায় পঞ্চমুখ হন মার্কিন সচিব। তিনি বলেন, “তাঁর (নরেন্দ্র মোদী) সবথেকে জনপ্রিয় বিশ্বনেতা হওয়ার পিছনে একটি কারণ রয়েছে। তিনি দূরদর্শী। জনগণের প্রতি তাঁর অঙ্গীকার বর্ণনা করা যায় না। তাঁদের দারিদ্র্য থেকে বের করে এনে দেশকে অন্যতম একটি বৈশ্বিক শক্তি হিসেবে গড়ে তোলা হচ্ছে।” তিনি আরও বলেছেন, কৃত্তিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিপ্লব আনবে ভারত ও আমেরিকা। দুই দেশের মধ্যে নিবিড় সম্পর্ককেও তুলে ধরেন তিনি।

ভারতের তাঁর হোলি উদযাপনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি সম্প্রতি ভারতে গিয়েছিলাম। হোলির উদযাপনে অংশগ্রহণের জন্য আমি একদিন আগেই সেখানে পৌঁছেছিলাম। প্রতিরক্ষামন্ত্রী আমাকে নিজের পরিবারে স্বাগত জানিয়েছিলেন।” তাঁর বক্তব্যে ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর ভাললাগা প্রকাশ পেয়েছে। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে বলেন, “প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেড় ঘণ্টা কাটানোর সুযোগ পেয়েছিলাম। তাঁর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হওয়ার পিছনে মূল কারণ হল, তিনি অবিশ্বাস্য, দূরদর্শী এবং ভারতের জনগণের প্রতি তাঁর অঙ্গীকারের মাত্রা অবর্ণনীয়। আর যাঁরা মোদীজিকে চেনেন তাঁরা জানেন তিনি সবকিছু খুব বিস্তারিতভাবে জানতে পছন্দ করেন। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তাঁর সঙ্গে।” জিনা রেইমান্ডো বলেছেন, প্রযুক্তির দিক থেকে গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত ও আমেরিকা। তিনি এই কথা প্রধানমন্ত্রীকেও জানিয়েছিলেন। মোদী তাতে বলেছেন, AI মানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নয়। মার্কিন সচিব বলেন, “তিনি বলেছেন AI মানে, আমেরিকা ইন্ডিয়া টেকনোলজি ইকোসিস্টেম।” প্রসঙ্গত, এই বছরের প্রথম দিকেইমহাকাশ, প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর ও পরবর্তী প্রজন্মের প্রযুক্তির ক্ষেত্রে পার্টনারশিপের কথা ঘোষণা করে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র।