Joe Biden: মুগ্ধ নমোর নেতৃত্বে, সেপ্টেম্বরেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

G-20 Leaders Summit:আগামী ৭ সেপ্টেম্বর ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ১০ সেপ্টেম্বর অবধি তিনি ভারতে থাকবেন। নয়া দিল্লিতে বসছে জি-২০ লিডার্স সামিট। সেই বৈঠকেই অতিথি হিসাবে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট।

Joe Biden: মুগ্ধ নমোর নেতৃত্বে, সেপ্টেম্বরেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ফাইল চিত্রImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2023 | 6:06 AM

নয়া দিল্লি: ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। জি-২০ নেতৃত্বের সামিটে (G-20 Leaders Summit) যোগ দিতে ভারতে আসছেন মার্কিন রাষ্ট্র প্রধান। ওই সামিটে জলবায়ু পরিবর্তন, ক্লিন এনার্জি ট্রানজিশন থেকে শুরু করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, বহুপাক্ষিক উন্নয়নমূলক ব্যাঙ্ক গঠন ও তার ক্ষমতা সহ একাধিক আন্তর্জাতিক ইস্যু নিয়ে জি-২০ সদস্য দেশগুলির সঙ্গে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস সূত্রে খবর, ভারত এবার জি-২০ সামিটের সভাপতিত্বের দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন বাইডেন।

জানা গিয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ১০ সেপ্টেম্বর অবধি তিনি ভারতে থাকবেন। নয়া দিল্লিতে বসছে জি-২০ লিডার্স সামিট। সেই বৈঠকেই অতিথি হিসাবে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার স্টেট ভিজিটে আমেরিকা গিয়েছিলেন। এবার মার্কিন প্রেসিডেন্টের পালা। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিগত কয়েক বছরে যেভাবে মজবুত হয়েছে, তাতে মার্কিন প্রেসিডেন্টের এই ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান জানান, জি-২০ সামিটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (International Monetary Fund) ও বিশ্ব ব্যাঙ্কের (World Bank) কাছে আর্থিক সাহায্য ও বেশ কিছু পরিবর্তনের আর্জি জানাবেন, যা জি-২০ অন্তর্ভুক্ত উন্নয়নশীল দেশগুলির চাহিদাকে আরও ভালভাবে পূরণ করবে। বেজিং বেল্ট ও সড়ক তৈরির উদ্যোগের মাধ্যমে চিন যে জোরপূর্বক নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, তার বিকল্প হিসাবেই বিশ্ব ব্যাঙ্ক ও আইএমএফ-কে সাহায্যের নতুন পথ তৈরির আর্জি জানানো হবে।

জেক সুলিভান আরও জানান, জি-২০ সামিটে বিশ্ব ব্যাঙ্ক ও আইএমএফের মতো মাল্টিল্যাটেরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের আধুনিকীকরণের উপরে জোর দেবেন মার্কিন প্রেসিডেন্ট। উন্নয়নশীল দেশগুলি যে সমস্ত প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, তা মেটানোর জন্য উচ্চমানের সমাধান দিক এই ব্যাঙ্কগুলি, এমনটাই চান মার্কিন প্রেসিডেন্ট। এর জন্য আইএমএফ ও বিশ্ব ব্যাঙ্ককে তাদের ঋণ দেওয়ার পরিমাণ ২০০ বিলিয়ন ডলার অবধি বাড়ানোর প্রস্তাবও দেবেন জো বাইডেন।