Delhi: ৮ থেকে ১০ সেপ্টেম্বর স্তব্ধ হবে রাজধানী, বন্ধ স্কুল-অফিস, ঝাঁপি বন্ধ থাকবে ব্যাঙ্কেরও, কেন জানেন?
G-20 Summit: আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দান কনভেনশন সেন্টারে জি-২০ লিডার্স সামিট হতে চলেছে। এই সামিটে আসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনের প্রেসিডেন্ট শি জিনপং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ।
নয়া দিল্লি: সেপ্টেম্বরের গোড়াতেই তিনদিন কার্যত স্তব্ধ হয়ে থাকবে রাজধানী দিল্লি। বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস যাত্রীদের ভিড়ও থাকবে না রাস্তায়। এমনকী, ব্যাঙ্ক এবং দোকানপাটও বন্ধ থাকবে পুরোপুরি। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? কী এমন হতে চলেছে দিল্লিতে? যাবতীয় ধোঁয়াশা দূর করে মঙ্গলবারই দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানান, জি-২০ সামিটের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর রাজধানীর বুকে বসতে চলেছে জি-২০ লিডার্স সামিট। সেই সামিটে উপস্থিত হবেন বিভিন্ন সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা। আসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই ওই দিন স্কুল-কলেজ, অফিস, ব্যাঙ্ক ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেন, জি-২০ লিডার্স সামিটের কারণে আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর সমস্ত সরকারি, বেসরকারি অফিস, পুরসভা ও স্কুল বন্ধ থাকবে। পাশাপাশি ব্যাঙ্কিং প্রতিষ্ঠান ও সমস্ত দোকানও বন্ধ রাখা হবে। জানা গিয়েছে, দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখে এই তিনদিন ছুটি ঘোষণার আর্জি জানিয়েছিলেন। এরপরই এই সিদ্ধান্ত।
আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দান কনভেনশন সেন্টারে জি-২০ লিডার্স সামিট হতে চলেছে। এই সামিটে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা আমন্ত্রিত। ভারতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনের প্রেসিডেন্ট শি জিনপং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। এই সমস্ত রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তার জন্য আগেভাগেই গোটা দিল্লিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
যেহেতু অধিকাংশ অতিথিই আগামী ৮ সেপ্টেম্বর দিল্লিতে আসবেন এবং ১০ বা ১১ তারিখ তাঁরা দিল্লি থেকে নিজেদের দেশে ফিরে যাবেন, তাই এই সময়ে দিল্লিতে ব্যাপক যানজট হওয়ার সম্ভাবনা। অতিথিরা যাতে নিরাপদভাবে হোটেল ও অনুষ্ঠান কেন্দ্র থেকে বিমানবন্দরে পৌঁছতে পারেন, তার ব্যবস্থা করতেই স্কুল-অফিস বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয় দিল্লি পুলিশের তরফে।
#WATCH | Delhi Police’s traffic unit conducts rehearsal from various hotels to Pragati Maidan ahead of the upcoming G20 summit pic.twitter.com/LV2zzBOOAS
— ANI (@ANI) August 21, 2023
ইতিমধ্যেই দিল্লি পুলিশের তরফে অনুষ্ঠান কেন্দ্র ও তার সঙ্গে সংযোগকারী বড় বড় রাস্তাগুলিতে নিরাপত্তা ব্যবস্থার মক ড্রিল করা হয় সোমবার। বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একাধিক জায়গা ব্যারিকেড দিয়ে আটকে দেওয়াও হয় মহড়ার সময়।