Anthony Blinken: ‘ভারতের সঙ্গে ভবিষ্যৎ গড়ছি আমরা’, দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে এলেন অ্যান্টনি ব্লিনকিন

India-US Relation: বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করে মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকিন বলেন, "আমরা স্মরণীয় ও উল্লেখযোগ্য অংশীদারিত্বের সম্পর্ক গড়ছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কই শুধু মজবুত নয়, আঞ্চলিক সম্পর্কও মজবুত হচ্ছে। ভারতের নেতৃত্বে জি-২০ সম্মেলন এর অন্যতম প্রমাণ।"

Anthony Blinken: 'ভারতের সঙ্গে ভবিষ্যৎ গড়ছি আমরা', দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে এলেন অ্যান্টনি ব্লিনকিন
ফাইল চিত্রImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 11:21 AM

নয়া দিল্লি: ২ প্লাস ২ বৈঠকে যোগ দিতে ভারতে এলেন মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকিন (Anthony Blinken)। শুক্রবার সকালে নয়া দিল্লিতে পৌঁছন। বর্তমানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন তিনি। এই বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ও মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন (Lloyd Austin)। দুই দেশের মধ্যে এই নিয়ে পঞ্চমবার মন্ত্রী স্তরের বৈঠক হচ্ছে।

ভারত-আমেরিকার অংশীদারিত্বের সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্য নিয়েই ২ প্লাস ২ মন্ত্রী স্তরের বৈঠকের আয়োজন করা হয়েছে। ভারত-আমেরিকার দ্রুত বর্ধনশীল সম্পর্ক নিয়েই আজ এই রিভিউ বৈঠক হবে। দুই দেশের জাতীয় নিরাপত্তা থেকে প্রতিরক্ষা, ইন্দো-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়ে পরিকল্পনা, দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ককে মজবুত করা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করে মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকিন বলেন, “আমরা স্মরণীয় ও উল্লেখযোগ্য অংশীদারিত্বের সম্পর্ক গড়ছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কই শুধু মজবুত নয়, আঞ্চলিক সম্পর্কও মজবুত হচ্ছে। ভারতের নেতৃত্বে জি-২০ সম্মেলন এর অন্যতম প্রমাণ। আমাদের আরও অনেক কিছু করার আছে। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, আমাদের দুই দেশের ভবিষ্যতের লক্ষ্যে আরও অনেক কাজ বাকি। আমরা ভারতের সঙ্গে মিলিতভাবে ভবিষ্যত তৈরি করছি।”

এদিকে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন সরকারকে ধন্যবাদ জানান। জি-২০ সম্মেলনকে সফল করার জন্য সহযোগিতা নিয়ে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, “গত সেপ্টেম্বরে আমরা অত্যন্ত সফলভাবে জি-২০ সম্মেলন আয়োজন করেছি। এর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে মার্কিন সরকার ও প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানাতে চাই। আমার মনে হয় আমেরিকার দৃঢ় সমর্থন না থাকলে আমরা এই সাফল্যে পৌঁছতে পারতাম না।”

জানা গিয়েছে, ২ প্লাস ২ বৈঠকের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকিন ও প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন।