Mumbai: দুর্ঘটনার পর পালাতে গিয়ে আরও ৬টি গাড়িতে ধাক্কা! মৃত ৩, আহত ৬

Bandra-Worli Sea Link accident: ল প্লাজার মাত্র ১০০ মিটার আগে একটি মার্সিডিজ গাড়িকে সজোরে ধাক্কা মারে গাড়িটি। এরপরই, ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে গাড়িটি। আর, সেই সময়ই টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা আরও বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়।

Mumbai: দুর্ঘটনার পর পালাতে গিয়ে আরও ৬টি গাড়িতে ধাক্কা! মৃত ৩, আহত ৬
দুর্ঘটনার পর দুমরে মুচরে পড়ে গাড়িগুলিImage Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 9:48 AM

মুম্বই: বৃহস্পতিবার গভীর রাতে মুম্বইয়ে ভয়াবহ দুর্ঘটনা। মুম্বইয়ের বান্দ্রা ওরলি সি লিংকের টোল প্লাজায় এক দ্রুতগামী এসইউভি ধাক্কা মারল পরপর বেশ কয়েকটি গাড়িকে। এই দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং ছয়জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন মহিলা এবং একজন পুরুষ বলে জানিয়েছে পুলিশ। এক পদস্থ পুলিশ কর্তা জানিয়েছেন, “ধাক্কার পর গাড়িটি গতি বাড়িয়ে টোল প্লাজায় আরও দুই থেকে তিনটি গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় মোট ছয়টি গাড়ির ক্ষতি হয়েছে। নয়জন আহত হয়েছিলেন, এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছেন। আহত অন্য ছয়জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।” প্রসঙ্গত, পশ্চিম মুম্বইয়ের বান্দ্রার সঙ্গে দক্ষিণ মুম্বইয়ের ওরলিকে সংযুক্ত করে এই বান্দ্রা-ওরলি সি লিঙ্ক রোড। গত কয়েক মাসে ৫.৬ কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, রাত ১০.১৫ নাগাদ বান্দ্রার দিক থেকে তীব্র গতিতে ছুটে এসেছিল একটি টয়োটা ইনোভা গাড়ি। টোল প্লাজার মাত্র ১০০ মিটার আগে একটি মার্সিডিজ গাড়িকে সজোরে ধাক্কা মারে গাড়িটি। এরপরই, ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে গাড়িটি। আর, সেই সময়ই টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা আরও বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। টয়োটা ইনোভা গাড়িটির চালকও সামান্য আহত হয়েছেন। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি গুজরাটের বাসিন্দা, বয়স ৪৫ বছর। তাঁর গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার আরো তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহতদের মধ্যে একজনকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজনের চিকিৎসা চলছে ভাবা হাসপাতালে।

এদিকে, বৃহস্পতিবারই মহারাষ্ট্রের কোলাপুর জেলায় গোয়া থেকে মুম্বাইগামী এক বিলাসবহুল বাসও দুর্ঘটনার কবলে পড়েছিল। রাস্তা থেকে ছিটকে বাসটি একটি নদীর তীরে গড়িয়ে পড়ে। এক পুলিশ কর্তা জানিয়েছেন, বাসের ড্রাইভার মনে করেছিলেন, সামনে একটি সেতু রয়েছে। আর সেই ভুল ধারণা থেকেই নিয়ন্ত্রণ হারিয়েছিলেন চালক, আর বাসটি রাস্তা থেকে উল্টে নদীর তীরে পড়ে গিয়েছিল। তবে এই ক্ষেত্রে বাসটিতে ৪০ জন যাত্রী থাকলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে, যান চলাচল কিছু সময় বন্ধ রাখতে হয়েছিল।