US State Secretary Antony Blinken: ‘মশলা চায়ে পে চর্চা’, অটোয় চেপে দিলখুশ ব্লিনকিনের, ভারতের আতিথেয়তায় আপ্লুত মার্কিন সচিব

G-20 Meeting: ওমেন সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গেও দেখা করেন ব্লিনকিন। "চায়ে পে চর্চা"য় তিনি যে মশলা চা উপভোগ করেছেন, তাও নিজেই জানান।

US State Secretary Antony Blinken: 'মশলা চায়ে পে চর্চা', অটোয় চেপে দিলখুশ ব্লিনকিনের, ভারতের আতিথেয়তায় আপ্লুত মার্কিন সচিব
অটোয় চড়লেন মার্কিন সচিব অ্যান্টনি ব্লিনকিন।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2023 | 6:36 AM

নয়া দিল্লি: কখনও অটোয় চেপে ঘুরলেন দিল্লির অলিগলি, কখনও আবার মশলা চায়ের কাপ হাতেই জমে উঠল আড্ডা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(Joe Biden)-র সচিব অ্যান্টনি ব্লিনকিনের (Antony Blinken) ভারত সফরের চিত্রটা ছিল এরকমই।  জি-২০-র বিদেশমন্ত্রীদের বৈঠকে (G-20 Foreign Ministers Meet) যোগ দিতে ভারতে এসেছিলেন মার্কিন সচিব অ্যান্টনি ব্লিনকিন। দুইদিনের সফরে দিল্লির বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ালেন তিনি। মার্কিন দূতাবাসের কর্মীদর সঙ্গে দেখা করার পাশাপাশি অনাবাসী আমেরিকানরা, যারা দীর্ঘদিন ধরেই ভারতে বসবাস করছেন, তাদের সঙ্গেও দেখা করেন ব্লিনকিন। দেশে ফেরার আগে নিজের ভারত সফরের টুকরো চিত্র টুইটারে তুলে ধরেন মার্কিন সচিব। ভারত-আমেরিকার সম্পর্ককে মজবুত করতে যে কঠোর পরিশ্রম করা হয়েছে, তার জন্য তিনি কৃতজ্ঞ বলেই জানান।

চলতি বছরে জি-২০-র সভাপতিত্বের গুরুদায়িত্ব পেয়েছে ভারত। বছরের শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্তে বৈঠক হচ্ছে জি-২০-র। এই বৈঠকগুলিতে যোগ দিতে উপস্থিত হচ্ছেন জি-২০-র সদস্য দেশগুলির প্রতিনিধিরা। এবারের বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকিন। শুক্রবার দেশে ফিরে যাওয়ার আগে তিনি মুম্বই, কলকাতা, হায়দরাবাদ ও চেন্নাইয়ে আমেরিকার দূতাবাসের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ব্লিনকিন। দূতাবাসের কর্মীদের সঙ্গে অটোয় চ়ড়ার একাধিক ছবিও টুইটারে ভাগ করে নিয়েছেন ব্লিনকিন।

ওমেন সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গেও দেখা করেন ব্লিনকিন। “চায়ে পে চর্চা”য় তিনি যে মশলা চা উপভোগ করেছেন, তাও নিজেই জানান। ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ককে আরও মজবুত করা এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য গুরুত্বপূর্ণ কাজগুলি নিয়ে তারা আলোচনা করেন। তাঁর এই সফর ইন্দো-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের সুরক্ষার জন্য ভারত-আমেরিকার মজবুত সম্পর্ক ও অংশীদারিত্বকে তুলে ধরবে বলেও জানান ব্লিনকিন। ভারতের আতিথেয়তার জন্যও ধন্যবাদ জানান তিনি।

বৃহস্পতিবারই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন অ্যান্টনি ব্লিনকিন। দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করার পাশাপাশি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মতো বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়েও তাঁরা আলোচনা করেন। দিল্লিতেই ব্লিনকিন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গেও দেখা করেন।