ভ্যাকসিনের কাঁচামালই নয়, ১০ কোটি টাকার প্রয়োজনীয় সামগ্রীও পাঠাচ্ছেন ‘বন্ধু’ বাইডেন
বুধবার হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়, এক হাজার অক্সিজেন সিলিন্ডার, দেড় কোটি এন-৯৫ মাস্ক ও ১০ লাখ ব়্যাপিড ডায়েগনস্টিক টেস্ট কিট ভারতে পাঠানো হচ্ছে।
ওয়াশিংটন: কিছুদিন আগেই কাঁচামাল পাঠানোয় না বলেছিলেন বন্ধু দেশ আমেরিকা। কিন্তু ভারতের পরিবেশ ভয়াবহ হয়ে উঠতেই অবস্থান বদল করে সবরকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সাহায্য হিসাবেই ভারতে আনুমানিক ১০ কোটি টাকারও বেশি কাঁচামাল ও অন্যান্য সামগ্রী পাঠাচ্ছে আমেরিকা। বুধবার হোয়াইট হাউসের তরফে বিবৃতি জারি করে এ কথা জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকেই ভারতে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে যাবে এবং আগামী সপ্তাহের মধ্যে যাবতীয় সামগ্রীই ভারতোর দোরগোড়ায় চলে আসবে। এরমধ্যে এক হাজার অক্সিজেন সিলিন্ডার, দেড় কোটি এন-৯৫ মাস্ক ও ১০ লাখ ব়্যাপিড ডায়েগনস্টিক টেস্ট কিট থাকবে। একইসঙ্গে অ্যাস্ট্রাজেনেকা সংস্থাকেও ভারতে করোনা ভ্যাকসিন তৈরিতে সাহায্যের নির্দেশ দিয়েছে, যার ফলে প্রায় ২ কোটি ভ্যাকসিন তৈরি করা যাবে।
Thanks to @US_TRANSCOM, @AirMobilityCmd, @Travis60AMW & @DLAmil for hustling to prepare critical @USAID medical supplies for shipping. As I’ve said, we’re committed to use every resource at our disposal, within our authority, to support India’s frontline healthcare workers. pic.twitter.com/JLvuuIgV46
— Secretary of Defense Lloyd J. Austin III (@SecDef) April 29, 2021
গত বছর করোনা সংক্রমণে আমেরিকার স্বাস্থ্য পরিষেবা যখন প্রায় ভেঙে পড়েছিল, সেই সময় হাইড্রক্সিক্লোরোকুইন দিয়ে সাহায্য করেছিল ভারত। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতের অবস্থা হয়ে উঠেছে শোচনীয়। হাসপাতালে বেড নেই, অক্সিজেন, ওষুধ থেকে শুরু করে টিকার ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকায় কোভ্যাক্সিন তৈরির যে কাঁচামাল আটকে ছিল, তা দ্রুত সরবরাহের আবেদন জানানো হয়। তবে আমেরিকার তরফে সাফ জানানো হয়, প্রথমে দেশের মানুষ। তাদের ক্ষতি করে ভারতকে কাঁচামাল দেওয়া সম্ভব নয়।
তবে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বার্তালাপের পরই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট কথা বলেন সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরই সুর নরম করে ভারতের সাহায্যের কথা স্বীকার করে নিয়ে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়।
আরও পড়ুন: ‘আত্মনির্ভর’ হতে চাইছে বাংলাদেশ, রাশিয়া-চিনের টিকা উৎপাদনের চেষ্টায় হাসিনা