Crime: দিদির মঙ্গলসূত্র চুরি করেছে ভাই, নিছক সন্দেহের বশে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন জামাইবাবু

Uttar Pradesh: বুলন্দশহর থানা এলাকার দিবাইয়ের ইন্দরগরি গ্রামের বাসিন্দা দুষ্মন্ত। কাসগঞ্জ জেলার রাজকুমারের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন।

Crime: দিদির মঙ্গলসূত্র চুরি করেছে ভাই, নিছক সন্দেহের বশে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন জামাইবাবু
তদন্ত শুরু করেছে পুলিশ।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2023 | 11:47 PM

উত্তর প্রদেশ: স্ত্রী মঙ্গলসূত্র হারিয়ে ফেলেছেন। স্বামীর সেই রাগ গিয়ে পড়ল শ্যালকের উপর। অভিযোগের, রাগের চোটে শ্যালককে গুলি করে খুনের চেষ্টা করেন জামাইবাবু। উত্তর প্রদেশের (Uttar Pradesh) আলিগড়ের এই ঘটনায় হতবাক এলাকার লোকজন। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, জামাইবাবু ও শ্যালক ঘটনার সময় একই বাইকে ছিলেন। তরুণী মঙ্গলসূত্র হারিয়ে ফেলার খবর পেতেই কথা কাটাকাটি শুরু হয় জামাইবাবু ও শ্যালকের। অভিযোগ, এতটাই ঝামেলা বেড়ে যায় যে রাগের চোটে পকেটে থাকা অবৈধ পিস্তল বের করে শ্যালককে লক্ষ্য করে গুলি চালান ওই যুবক। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে লুটোপুটি খেতে থাকেন তরুণীর ভাই। এদিকে গুলির আওয়াজ শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। রক্তাক্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। হরদুয়াগঞ্জ থানা এলাকায় বুধবার এই ঘটনা ঘটে।

বুলন্দশহর থানা এলাকার দিবাইয়ের ইন্দরগরি গ্রামের বাসিন্দা দুষ্মন্ত। কাসগঞ্জ জেলার রাজকুমারের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, রাজকুমারের জামাইবাবু দুষ্মন্ত বাইকের পিছনে বসেছিলেন। বাইক চালাচ্ছিলেন রাজকুমার। হরদুয়াগঞ্জ থানা এলাকার জালালির দিকে যাওয়ার সময় মঙ্গলসূত্র হারানোর বিষয় নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা শুরু হয়।

up

অভিযোগ, স্থানীয় ভাটোরা গ্রামের কাছে শ্যালককে গুলি করেন জামাইবাবু। গুলির আওয়াজ শুনে শতাধিক এলাবাসী ছুটে আসেন। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় জখম যুবককে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, স্ত্রীর মঙ্গলসূত্র হারানোর ঘটনায় শ্যালককে সন্দেহ করছিলেন জামাইবাবু। এরপরই এই ঘটনা ঘটান। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিজেদের মধ্যে কথা কাটাকাটি থেকেই এই অবস্থা।