Uttar Pradesh: পৌরসভা নির্বাচনে ওবিসি সংরক্ষণ নিয়ে বড় স্বস্তি যোগী সরকারের

Uttar Pradesh: এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ স্থগিত করল সুপ্রিম কোর্ট। পৌরসভা নির্বাচনে ওবিসি সংরক্ষণ নিয়ে স্বস্তি পেল যোগী সরকার।

Uttar Pradesh: পৌরসভা নির্বাচনে ওবিসি সংরক্ষণ নিয়ে বড় স্বস্তি যোগী সরকারের
ফাইল ছবি (সৌজন্যে: PTI)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 04, 2023 | 9:03 PM

নয়া দিল্লি: সামনে পৌরসভা নির্বাচন (Urban Bodies Election) যোগী রাজ্যে। তার আগে বিজেপি শিবিরের জন্য স্বস্তি। বুধবার উত্তর প্রদেশ সরকারের (Uttar Pradesh Government) পক্ষেই রায় দিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। এ দিন এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ফলে ওবিসি সংরক্ষণ (OBC Reservation) নিয়ে স্বস্তি পেল যোগী সরকার। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট উত্তর প্রদেশের রাজ্য় সরকারকে জানুয়ারির মধ্যে পৌরসভা নির্বাচন সংগঠিত করার নির্দেশ দিয়েছিল। এবং অন্যান্য় অনগ্রসর জাতিকে কোনও সংরক্ষণ না দিয়েই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেওয়া হয়েছিল উত্তর প্রদেশ রাজ্য নির্বাচন কমিশনকে। সেই নির্দেশেই বুধবার স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত।

এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন করেছিল রাজ্য সরকার। আর রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে বুধবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পি এস নরসিমহার বেঞ্চে শুনানি হচ্ছিল। এই বেঞ্চ রাজ্য অনগ্রসর জাতি কমিশনকে ৩১ মার্চের মধ্যে সেই রাজ্যের ওবিসিদের রাজনৈতিক অনগ্রসরতা নিয়ে একটি রিপোর্ট জমা দিতে বলেন। যাতে পৌরসভা নির্বাচনে ওবিসি প্রার্থীদের জন্য সংরক্ষণ দেওয়া যায় তাই এই রিপোর্ট জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে।

এদিকে যোগী সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে, ইতিমধ্য়েই আলাদা করে ওবিসি কমিশন গঠন করা হয়েছে। এবং মার্চের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। প্রসঙ্গত,পৌরসভা নির্বাচনে ওবিসিদের জন্য সংরক্ষণের জন্য খসড়া প্রস্তুত করা হয়েছিল রাজ্য় সরকারের তরফে। ১৭ টি পৌর নিগমের মেয়রদের, ২০০ টি পৌরসভার চেয়ার পার্সন ও ৫৪৫ টি নগর পঞ্চায়েতে সংরক্ষিত আসনের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করে রাজ্য। সরকারের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ আদালতে দায়ের হয় আবেদন। আবেদনকারীর যুক্তি, রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের ফর্মুলা অনুসরণ করতে হবে এবং সংরক্ষণের বিষয়ে সিদ্ধান্তের আগে ওবিসিদের রাজনৈতিক অনগ্রসরতা খতিয়ে দেখার জন্য একটি কমিশন গঠন করতে হবে। এই আবেদনের ভিত্তিতে শুনানিতে রাজ্য় সরকারের দ্বারা প্রস্তুত তালিকা খারিজ করে দিয়ে এই নির্বাচনে ওবিসি সংরক্ষণ স্থগিত করে এলাহাবাদ হাইকোর্ট। শুধু তাই নয়। মার্চ অবধি সময় না দিয়ে শীঘ্রই এই নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করতে বলা হয় হাইকোর্টের তরফে।

তবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ঘোষণা করে দিয়েছিলেন, এই পৌরসভা নির্বাচনে ওবিসিদের সংরক্ষণের সুবিধা দেওয়া হবে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকার মেনে একটি সমীক্ষাও চালানো হবে বলে জানিয়েছিলেন তিনি। দরকার পড়লে হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছিলেন তিনি। এবার সেখানেই স্বস্তি পেল উত্তর প্রদেশ সরকার। তবে যা নিয়ে এত টানাটানি সেই ওবিসি সংরক্ষণ নিয়ে এত কেন চিন্তিত যোগী আদিত্যনাথ? কারণ উত্তর প্রদেশে স্থানীয় নির্বাচনে ওবিসিদের সমর্থন বিজেপির জন্য খুব গুরুত্বপূর্ণ। উত্তর প্রদেশে মোট জনসংখ্যার ৪০ শতাংশ ওবিসি। ফলে তৃণমূল স্তরে বিজেপির ভিত ধরে রাখতে এই বিপুল ভোটব্যাঙ্ক বিজেপির ঝুলিতেই রাখতে হবে। আর ওবিসি ভোটে প্রভাব বিস্তারের অন্যতম হাতিয়ার ওবিসি প্রার্থী ও সংরক্ষণ। আর এবার সেই দিক থেকে ছাড়পত্র পেল যোগীর সরকার।