Rafale for Indian Navy: বায়ুসেনার পর নৌবাহিনীও পেতে চলেছে রাফাল জেট, ম্যাক্রঁ আসলেই হবে চুক্তি

Indian Navy to get Rafale fighter jets: মার্কিন যুদ্ধ বিমান হয়নি পছন্দ। এবার ভারতীয় নৌসেনাও পেতে চলেছে রাফাল ফাইটার জেট।

Rafale for Indian Navy: বায়ুসেনার পর নৌবাহিনীও পেতে চলেছে রাফাল জেট, ম্যাক্রঁ আসলেই হবে চুক্তি
রাফাল ফাইটার জেট পেতে চলেছে ভারতীয় নৌসেনাও
Follow Us:
| Edited By: | Updated on: Jan 04, 2023 | 8:40 PM

প্যারিস: ভারতীয় বায়ুসেনার পর এবার রাফাল ফাইটার জেট পেতে চলেছে ভারতীয় নৌসেনাও। এর আগে, তাদের নতুন স্কোয়াড্রন গঠনের জন্য ফরাসী সংস্থা ‘ডাসল্ট এভিয়েশনের’ তৈরি রাফাল ফাইটার জেটকেই বেছে নিয়েছিল। এবার সেই একই যুদ্ধবিমানে বাহিনী মজবুত করতে চলেছে নৌসেনাও। আগামী মার্চ মাসেই ভারত সফরে আসার কথা রয়েছে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর। ফরাসী সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই সময়ই সম্ভবত নৌসেনার জন্য রাফাল কেনার চুক্তি স্বাক্ষর করবে দুই দেশ। প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে, ফ্রান্স থেকে অন্তত ২৬টি রাফাল জেট কিনবে।

উল্লেখ্য, ২০২২ সালে মার্কিন এফ/এ-১৮ সুপার হর্নেট জেট বিমান এবং রাফাল যুদ্ধবিমান দুই যুদ্ধবিমানেরই পরীক্ষা করেছিল ভারতীয় নৌবাহিনী। গোয়ায় নৌবাহিনীর ঘাঁটিতে আইএনএস হংস রণতরী থেকে পরীক্ষা করা হয়েছিল যুদ্ধবিমান দুটির। গত ডিসেম্বর মাসে এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে বিশদ রিপোর্ট পেশ করেছিল নৌবাহিনী। এফ/এ-১৮ সুপার হর্নেট জেট বিমান প্রত্যাখ্যান করে রাফালই ব্যবহার করার সিদ্ধান্ত নেয় ভারতীয় নৌসেনা। ভারতীয় নৌবাহিনীর রণতরী আইএনএস বিক্রান্তের জন্য একেবারে উপযুক্ত হবে রাফাল এম যুদ্ধবিমান, এমনটাই দাবি ডাসল্ট অ্যাভিয়েশনের।

কেন মার্কিন যুদ্ধবিমান ছেড়ে রাফাল জেট বেছে নিল ভারতীয় নৌসেনা? নৌসেনার মতে, রাফালই তাদের চাহিদা পূরণে অনেক বড় ভূমিকা নেবে। নৌসেনা এখন রুশ ফাইটার জেট মিগ-২৯কে এবং মিগ-২৯কেইউবি যুদ্ধ বিমান ব্যবহার করে। বিমানগুলি পুরোনো হয়ে যাওয়ায়, সব মিলিয়ে মোট ৪৩টি মিগ যুদ্ধবিমানকে বসিয়ে দিতে চায় নৌবাহিনী। এর বদলে অত্যাধুনিক জেট বিমান কিনতে চেয়েছিল নৌসেনা। বেশ কয়েকটি দেশের তৈরি যুদ্ধবিমান নিয়ে আলোচনা হয়। শেষ পর্যন্ত চূড়ান্ত দৌড়ে ছিল রাফাল এম এবং এফ-১৮ যুদ্ধবিমান। ফরাসী নৌবাহিনী বর্তমানে ২৪০টি রাফাল এম যুদ্ধবিমান ব্যবহার করে। এছাড়া গ্রিস, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহির নৌবাহিনীও এই যুদ্ধবিমান ব্যবহার করে।