Physical harassment: বাড়ি থেকে তুলে নিয়ে তরুণীর মুখ বেঁধে ‘ধর্ষণ’ প্রতিবেশীর

Uttar Pradesh: পিলভিটের পুলিশ সুপার অতুল শর্মা জানিয়েছেন, ১ জানুয়ারি ভোরের দিকে এই ঘটনা ঘটেছে। সে সময় ওই তরুণীর প্রতিবেশী তাঁকে জোর করে নিজের বাড়িতে নিয়ে যায়।

Physical harassment: বাড়ি থেকে তুলে নিয়ে তরুণীর মুখ বেঁধে ‘ধর্ষণ’ প্রতিবেশীর
প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2023 | 8:00 AM

পিলভিট: ১৮ বছরের তরুণীকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ধর্ষণে বাধা দেওয়ায় ওই তরুণীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এমনকি বিষও খাওয়ানো হয়েছে বলে পুলিশে অভিযোগ করেছেন ওই তরুণী। বছরের প্রথম দিনেই উত্তর প্রদেশের জেহানাবাদ থানা এলাকায় ঘটেছে এই নারী নির্যাতনের ঘটনা। ঘটনা নিয়ে পিলভিটের পুলিশ সুপার অতুল শর্মা জানিয়েছেন, ১ জানুয়ারি ভোরের দিকে এই ঘটনা ঘটেছে। সে সময় ওই তরুণীর প্রতিবেশী তাঁকে জোর করে নিজের বাড়িতে নিয়ে যায়। তরুণীর মুখে কাপড় গুঁজে জোর করে ধর্ষণ করা হয়েছে। তখন চিৎকার করলে ওই তরুণীকে ব্যাপক মারধর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এমনকি বিষ খাওয়ানোর অভিযোগও উঠেছে। এমনকি ওই তরুণীর মা যখন অভিযুক্তের বাড়িতে যায় তখন তাঁকে অভিযুক্তের পরিবারের সদস্যরা মারধর করে বলে অভিযোগ।

ঘটনা নিয়ে জেহনাবাদ থানার স্টেশন হাউস অফিসার প্রবেশ কুমার জানিয়েছেন, পুলিশ সুপার নির্দেশ দিয়েছেন ধর্ষণে অভিযুক্ত, তাঁর ভাই, বোন, মা এবং বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে। সেই মতো ভারতীয় দণ্ডবিধির উপযুক্ত ধারায় মঙ্গলবার সন্ধ্যায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। বাড়িতে তালা দিয়ে পালিয়েছেন ধর্ষণে অভিযুক্ত ও তাঁর পরিবারের লোকেরা। ঘটনা নিয়েও শুরু হয়েছে তদন্ত।