Sanitary Napkin: ১ টাকার স্যানিটারি ন্যাপকিন! কোথায় পাবেন?
সম্প্রতি ১ টাকার ন্যাপকিন বিক্রি নিয়ে তথ্য প্রকাশিত সংগ্রহ করেছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম। সেখানে তথ্যে উঠে এসেছে গত কয়েক বছরে কোন রাজ্যে কী পরিমাণ ১ টাকার ন্যাপকিন বিক্রি হয়েছে। দেশের কত সংখ্যক এই ধরনের স্টোর রয়েছে, যেখান থেকে ন্যাপকিন বিক্রি হয়। সেই তথ্যও সামনে এসেছে।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষোধি পারিযোজনা (PMBJP)-র অধীনে দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে সরকারি ওষুধের দোকান। সেখানে বিভিন্ন জেনারিক ওষুধ বিক্রি হয়। ওই কেন্দ্রে মাত্র ১ টাকায় পাওয়া যায় স্যানিটারি ন্যাপকিন। মহিলা ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতায় এই সস্তার ন্যাপকিন খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। ৫ বা ১০টির প্যাকেটে যথাক্রমে ৫ এবং ১০ টাকায় বিক্রি হয় এই ন্যাপকিন। যার জেরে প্রান্তিক এবং অর্থ সামাজিক দিক থেকে পিছিয়ে থাকা মহিলারাও কিনতে পারছেন এই স্যানিটারি ন্যাপকিন। এর জেরে গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সচেতনতারও প্রসার ঘটছে।
সম্প্রতি ১ টাকার ন্যাপকিন বিক্রি নিয়ে তথ্য প্রকাশিত সংগ্রহ করেছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম। সেখানে তথ্যে উঠে এসেছে গত কয়েক বছরে কোন রাজ্যে কী পরিমাণ ১ টাকার ন্যাপকিন বিক্রি হয়েছে। দেশের কত সংখ্যক এই ধরনের স্টোর রয়েছে, যেখান থেকে ন্যাপকিন বিক্রি হয়। সেই তথ্যও সামনে এসেছে।
গোটা দেশে প্রায় ১০ হাজার জন ঔষধি স্টোর রয়েছে। ব্লক স্তর, ছোট শহরেই মূলত এই জন ঔষধি কেন্দ্র খোলা হয়েছে। যাতে প্রান্তিক মানুষ এই পরিষেবা পান। ২০১৮ সালে আন্তর্জাতিক মহিলা দিবসে এই পরিষেবার উদ্বোধন করা হয়েছে। ২০১৮ সালের জুন মাস থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সবথেকে বেশি ১ টাকার ন্যাপকিন বিক্রি হয়েছে উত্তর প্রদেশে। বিজেপি শাসিত এই রাজ্যে প্রায় ৭ কোটি টাকার ন্যাপকিন বিক্রি হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে অপর বিজেপি শাসিত রাজ্য গুজরাট। সেখানে ৬.৩৬ কোটি টাকার ন্যাপকিন বিক্রি হয়েছে। কর্নাটকে ৫.৫৭ কোটি, কেরলে ৪.৭২ কোটি এবং ঝাড়খণ্ডে ৩.১৯ কোটি টাকার ন্যাপকিন বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে।
জন ঔষধি কেন্দ্রের নিরিখেও এগিয়ে রয়েছে উত্তর প্রদেশ। সে রাজ্যে ১৫০০ হাজার কেন্দ্র রয়েছে। গুজরাটে রয়েছে ৬১৩টি স্টোর। কর্নাটক এবং কেরলে এক হাজার করে এ কেন্দ্র রয়েছে। তবে ঝাড়খণ্ডে মাত্র ৯২টি স্টোর থেকেই ওই পরিমাণ ন্যাপকিন বিক্রি হয়েছে।