Uttarakhand To Implement UCC : অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে উত্তরাখণ্ড সরকার

Uniform Civil Code : মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘোষণা করেছেন, উত্তরাখণ্ড সরকারা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। গোয়ার পর উত্তরাখণ্ডই হবে দ্বিতীয় রাজ্য় যারা এই বিধি কার্যকর করেছে।

Uttarakhand To Implement UCC : অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে উত্তরাখণ্ড সরকার
ছবি সৌজন্যে : টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: May 27, 2022 | 7:52 PM

দেরাদুন : এ বছরই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উত্তরাখণ্ডে। সেখানে পুনরায় ক্ষমতায় আসে বিজেপি। পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন পুষ্কর সিং ধামি। শাসনভার নিয়েই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) কার্যকর করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। শুক্রবার আবার সেই সুরই শোনা গেল মুখ্যমন্ত্রীর কণ্ঠে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার।

এদিন চাম্পাওয়াতে একটি অনুষ্ঠান অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি বলেন, ‘রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছি। গোয়ার পর উত্তরাখণ্ড হবে দ্বিতীয় রাজ্য যারা এই বিধি কার্যকর করবে।’ তাঁর আরও সংযোজন, ‘সমাজের সব ধর্ম ও জাতির জন্য এই বিধি প্রয়োগ করা হবে।’ এদিকে গত ২ মে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরও ঘোষণা করেছিলেন সেখানে খুব শীঘ্রই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কণ্ঠেও একই সুর শোনা গিয়েছিল। তিনি অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পক্ষে সওয়াল করে বলেছিলেন, মুসলিম মহিলাদের স্বার্থের কথা মাথায় রেখেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা উচিত। নয়তো বহু বিবাহ বাড়তে থাকবে। এক্ষেত্রে উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনেই ভারতীয় জনতা পার্টি তাদের ইস্তেহারে অভিন্ন দেওয়ানি বিধির বিষয়ে উল্লেখ করেছিল। বলা হয়েছিল পুনরায় ক্ষমতায় এলে তারা এই বিধি কার্যকর করা হবে। তাই একে একে বিজেপি শাসিত রাজ্য়গুলি এই বিধি কার্যকর করা পক্ষে সওয়াল করেছে। এবং এখন উত্তরাখণ্ড সেই বিধি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে এই বিধি নিয়ে বিতর্ক বহুদিনের। বহুবার সংখ্যা লঘু সম্প্রদায়ের তরফে এই বিধিকে সমর্থন জানানো হয়নি। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB) উত্তরাখণ্ড সরকারের এই সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক ও মুসলিম বিরোধী পদক্ষেপ’ বলে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, মুদ্রাস্ফীতি, অর্থনীতি এবং ক্রমবর্ধমান বেকারত্বের মতো বিভিন্ন বেহাল অবস্থা থেকে মনোযোগ সরানোর জন্য উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং কেন্দ্রীয় সরকার এই আইন বাস্তবায়নের চেষ্টা করছে।

কী এই অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) ?

অভিন্ন দেওয়ানি আইন হল মূলত দেশের সকল নাগরিকের জন্য এক আইন। দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিগত ক্ষেত্রেও একই আইন কার্যকর হবে। অর্থাৎ, উত্তরাধিকার, বিবাহ, বিবাহ বিচ্ছেদ এবং দত্তকের ক্ষেত্রে দেশের সকল নাগরিককে এক আইনই মেনে চলতে হবে। ভারতীয় সংবিধানের ৪৪ নং অনুচ্ছেদে এই সম্পর্কে উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার জন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে।