Uttarakhand Murder: ‘অঙ্কিতা কি তোমার সঙ্গে রয়েছে?’ নিখোঁজ রিসেপশনিস্টের বন্ধুকেই প্রশ্ন করেছিল পুলকিত, চাঞ্চল্যকর অডিয়ো টেপ পুলিশের হাতে

Uttarakhand Murder: প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, যখন অঙ্কিতাকে খুন করে তাঁর দেহ খালে ফেলে দেওয়া হয়, সেই সময়ই তাঁর ফোনও জলে পড়ে যায়।

Uttarakhand Murder: 'অঙ্কিতা কি তোমার সঙ্গে রয়েছে?' নিখোঁজ রিসেপশনিস্টের বন্ধুকেই প্রশ্ন করেছিল পুলকিত, চাঞ্চল্যকর অডিয়ো টেপ পুলিশের হাতে
অভিযুক্ত পুলকিত আর্য।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2022 | 8:09 AM

ঋষিকেশ: একটি বিলাসবহুল রিসর্টের রিসেপশনিস্ট খুনের ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত উত্তরাখণ্ড। অভিযোগ, দেহ ব্য়বসায় নামতে রাজি না হওয়ায় খুন করা হয় ওই ১৯ বছরের যুবতীকে। এই খুনের ঘটনায় ইতিমধ্যেই বিজেপি নেতার ছেলে তথা রিসর্টের মালিক পুলকিত আর্যকে গ্রেফতার করা হয়েছে। রিসর্টের দুই কর্মীকেও গ্রেফতার করা হয়েছে খুনের অভিযোগে। পুলিশি জেরায় তারা নিজেদের অপরাধের কথা স্বীকারও করে নিয়েছে। এদিকে, এরইমাঝে তদন্তে এসেছে নয়া মোড়। পুলিশের হাতে এসেছে দুটি অডিয়ো ক্লিপ, যাতে স্পষ্ট শোনা যাচ্ছে নিহত অঙ্কিতার এক বন্ধুর সঙ্গে কথা বলছে পুলকিত এবং অঙ্কিতার খোঁজখবর করছে। পুলিশের দাবি, খুনের পর নিজের অপরাধ লুকোতেই ফোন করে এই কথাগুলি বলেছিলেন পুলকিত, যাতে তাঁর উপরে সন্দেহ না হয়।

গত সপ্তাহে অঙ্কিতা নিখোঁজ হয়ে যাওয়ার পর প্রথমে থানায় অভিযোগ জানিয়েছিলেন অভিযুক্ত পুলকিতই। পরে অঙ্কিতার পরিবারের তরফেও নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। নিখোঁজ ডায়েরি দায়ের করার পিছনেও পুলকিতের একই উদ্দেশ্য ছিল বলে মনে করা হচ্ছে। পুলিশের হাতে যে অডিয়ো ক্লিপ এসেছে, তাতে শোনা গিয়েছে পুলকিত অঙ্কিতার বন্ধু পুস্পকে ফোন করে প্রশ্ন করছে, “ওঁ (অঙ্কিতা) কি তোমার সঙ্গে রয়েছে?”

প্রথম ক্লিপে পুস্পকে বলতে শোনা যায়, “গতকাল রাতে ও (অঙ্কিতা) তোমার ফোন নিয়েছিল কেন?” জবাবে পুলকিত বলেন, “ওঁর ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল, আর আমার নিজের কাছে ফোন রাখার কোনও প্রয়োজন ছিল না। তাই ও চাইতেই আমি নিজের ফোন দিয়ে দিই।” এরপরই পুস্প বলেন, “তার মানে গতকাল রাতে ওর কাছে ফোন ছিল। আশ্চর্যের বিষয় হল তারপরও ও আমার সঙ্গে যোগাযোগ করল না। আমি ওকে তিনবার ফোন করেছিলাম, কিন্তু ওর ফোন সুইচ অফ ছিল।”

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, যখন অঙ্কিতাকে খুন করে তাঁর দেহ খালে ফেলে দেওয়া হয়, সেই সময়ই তাঁর ফোনও জলে পড়ে যায়। অভিযুক্ত পুলকিতের দাবি, ঘটনার আগের দিন রাত ৯টা অবধি অঙ্কিতা তাঁর সঙ্গেই ছিল। পরদিন সকালে সে নিখোঁজ হয়ে যায়। এদিকে, অঙ্কিতা তাঁর বন্ধুদের জানিয়েছিল যে রাত সাড়ে ৮টার মধ্যে সে রিসর্টে ফিরে আসবে এবং তারপর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করবে। রাত সাড়ে ৮টা বেজে গেলেও, অঙ্কিতার কোনও ফোন না আসায়, তাঁর বন্ধুরা যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তাঁর ফোন লাগেনি। পুস্পই ফোন করে বন্ধুদের কাছ থেকে তাঁর ঠিকানা জোগাড়ের চেষ্টা করেছিল।

উদ্ধার হওয়া অডিয়ো ক্লিপে পুস্পকে পুলকিতকে প্রশ্ন করতে শোনা যায়, “আমার মনে হচ্ছে ও(অঙ্কিতা) তোমার সঙ্গেই রয়েছে। সত্যি বলো, ও কী তোমার সঙ্গে রয়েছে?” পাল্টা জবাবে পুলকিত বলে, “তোমাদের মধ্যে মনে হয় কোনও সম্পর্ক রয়েছে, যা ওর পরিবার মানতে রাজি নয়। সেই কারণেই ওঁর হয়তো মন খারাপ হয়েছে তোমার সঙ্গে ফোনে কথা বলার পর। এখন তুমি নাটক করার চেষ্টা করছো।”

পুলিশের সন্দেহ, পুলকিতের দীর্ঘদিন ধরেই নজর ছিল রিসেপশনিস্ট অঙ্কিতার উপরে। ১০ হাজার টাকার বিনিময়ে তাঁকে দেহব্যবসার প্রস্তাবও দিয়েছিল সে। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেয় অঙ্কিতা। এরপরই রিসর্টের দুই কর্মীর সহায়তায় অঙ্কিতাকে খুন করে তাঁর দেহ খালে ফেলে দেওয়া হয়।