Rajasthan Assembly Election 2023: ঝালরাপাটন থেকে মনোনয়ন জমা বসুন্ধরা রাজের, সঙ্গে ছিলেন প্রহ্লাদ যোশী

রাজস্থানে বিধানসভা নির্বাচন হবে ২৫ নভেম্বর। সে রাজ্যের বিধানসভায় মোট আসন সংখ্যা ২০০। মূলত কংগ্রেস এবং বিজেপি-র মধ্যেই লড়াই হবে সে রাজ্যে। রাজস্থানের মসনদ থেকে কংগ্রেসকে হঠাতে চেষ্টা চালাচ্ছে বিজেপি। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ১০০ আসন জিতেছিল কংগ্রেস। বিজেপি জিতেছিল ৭৩টি আসনে।

Rajasthan Assembly Election 2023: ঝালরাপাটন থেকে মনোনয়ন জমা বসুন্ধরা রাজের, সঙ্গে ছিলেন প্রহ্লাদ যোশী
মনোনয়ন জমা দিলেন বসুন্ধরা রাজেImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2023 | 11:32 AM

জয়পুর: বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি প্রার্থী বসুন্ধরা রাজে। রাজস্থানের রাজনীতির এই হেভিওয়েট নেত্রীকে ঝালরাপাটন থেকে প্রার্থী করেছে বিজেপি। বসুন্ধরার মনোনয়ন জমার সময় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। বসুন্ধরার মনোনয়ন জমার ছবি তিনি পোস্ট করেছেন নিজের এক্স হ্যান্ডল (অতীতের টুইটার) থেকে। সেই টুইটে প্রহ্লাদ লিখেছেন, “রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপির সিনিয়র নেতা বসুন্ধরা রাজে ঝালরাপাটন থেকে তাঁর মনোনয়ন জমা দিয়েছেন। সে সময় অন্যান্য সিনিয়র নেতাদের পাশাপাশি আমিও তাঁর সঙ্গে ছিলাম।”

মনোনয়ন জমার পর ঝালাওয়ারে একটি জনসভা করেছেন বসুন্ধরা রাজে। সেখান থেকে নিজের অবসরের জল্পনা উড়িয়ে দিয়েছেন তিনি। সাফ জানিয়েছেন, ”আমি কোথাও যাচ্ছি না।” রাজস্থান বিধানসভা নির্বাচনে বিজেপি-র জয় নিয়ে আত্মবিশ্বাসী দেখিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে। তিনি বলেছেন, “বসুন্ধরা বিপুল মার্জিনে জয়ী হবেন। এবং বিজেপি রাজস্থানে স্থায়ী সরকার গঠন করবে। দুই তৃতীয়াংশেরও বেশি আসন নিয়ে রাজস্থানে সরকার করবে বিজেপি।”

রাজস্থানে বিধানসভা নির্বাচন হবে ২৫ নভেম্বর। সে রাজ্যের বিধানসভায় মোট আসন সংখ্যা ২০০। মূলত কংগ্রেস এবং বিজেপি-র মধ্যেই লড়াই হবে সে রাজ্যে। রাজস্থানের মসনদ থেকে কংগ্রেসকে হঠাতে চেষ্টা চালাচ্ছে বিজেপি। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ১০০ আসন জিতেছিল কংগ্রেস। বিজেপি জিতেছিল ৭৩টি আসনে।