প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্য়াটেল, ‘সহকর্মীকে হারালাম’, শোকবার্তা সোনিয়ার

কোভিড-১৯ (COVID-19) পজিটিভ নিয়ে গত ১৫ নভেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি।

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্য়াটেল, 'সহকর্মীকে হারালাম', শোকবার্তা সোনিয়ার
Follow Us:
| Updated on: Nov 27, 2020 | 6:41 AM

TV9 বাংলা ডিজিটাল: প্রয়াত হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্য়াটেল (Ahmed Patel)। বুধবার সকালে দিল্লির মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন। বয়স হয়েছিল ৭১ বছর। কোভিড-১৯ (COVID-19) পজিটিভ নিয়ে গত ১৫ নভেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি। এদিন ভোরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। এরপরই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রয়াত নেতার ছেলে ফয়জল প্য়াটেল টুইটারে লেখেন, “২৫ নভেম্বর ভোর সাড়ে তিনটে নাগাদ আহমেদ প্য়াটেল আমাদের ছেড়ে চলে গিয়েছেন। করোনা রিপোর্ট পজিটিভ আসার প্রায় এক মাস পর শরীর খারাপ হচ্ছিল। এদিন বিভিন্ন অঙ্গ প্রত্য়ঙ্গ বিকল হয়ে প্রয়াত হন তিনি।” ফয়জল অনুরোধ জানান, সকলে যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন। শেষকৃত্যে যেন ভিড় না হয়।

গত ১ অক্টোবর টুইট করে আহমেদ প্য়াটেল জানিয়েছিলেন, “আমি কোভিড-১৯ পজিটিভ। অনুরোধ করব, যাঁরা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন তাঁরা নিজেদের আইসোলেশনে রাখুন।” এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১৫ নভেম্বর গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)-এর রাজনৈতিক সচিব ছিলেন আহমেদ প্য়াটেল। ১৯৮৫ সালে রাজীব গান্ধীর সময় সংসদীয় সচিব ছিলেন তিনি। ২০১৮ সালে দলের ট্রেজারার নিযুক্ত হন। আটবারের সংসদ সদস্য আহমেদ প্য়াটেল তিন দফায় লোকসভার সদস্য ছিলেন, পাঁচ দফায় ছিলেন রাজ্যসভার সদস্য।

আহমেদ প্য়াটেলের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তায় সোনিয়া গান্ধি লেখেন, “আমি একজন সহকর্মীকে হারালাম, যিনি গোটা জীবন কংগ্রেসকেই উৎসর্গ করেছেন। ওঁর বিশ্বাসযোগ্যতা, ভালবাসা, কাজের প্রতি আনুগত্য সবসময় তাঁকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে। ওঁর পরিবর্তে কেউ, ভাবাই যায় না। আমি ওঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। ”

আরও পড়ুন: তুলির টানে ‘লাইফ অব পুরুলিয়া’

টুইট করে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা, অধীর চৌধুরীর মতো একাধিক রাজনীতিক। শোকবার্তা দিয়েছেন তেজস্বী যাদব, অশোক গেহলট, জেপি নাড্ডা, রণদীপ সিং সুরজেওয়ালা, কপিল সিব্বাল, দেবেন্দ্র ফড়নবিশরাও।