Vice Presidential Election 2022: উপরাষ্ট্রপতি হয়েই শুভেচ্ছার বন্যায় ভাসলেন ধনখড়, ‘কিসানপুত্র’র সঙ্গে সাক্ষাৎ মোদী-শাহের
Vice Presidential Poll 2022: ধনখড় উপরাষ্ট্রপতি হতেই উৎসবে মেতেছেন রাজস্থানে তাঁর গ্রামের বাসিন্দারা। বাজি পুড়িয়ে বাজনা বাজিয়ে উৎসবে মেতেছেন তাঁরা।
নয়াদিল্লি: বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে হারিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন এনডিএ সমর্থিত প্রার্থী জগদীপ ধনখড়। ৫২৮টি ভোট পেয়েছেন তিনি। জয় ঘোষণার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসেছেন ধনখড়। শাসক, বিরোধী সব শিবির থেকেই শুভেচ্ছাবার্তা এসেছে দেশের ১৪ তম উপরাষ্ট্রপতির উদ্দেশে। উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পরই জগদীপ ধনখড়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফুলের তোড়া দিযে সদ্যনির্বাচিত উপরাষ্ট্রপতিতে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পাশাপাশি যে সব সাংসদ ধনখড়কে ভোট দিয়েছেন তাঁদেরকেও একটি পৃথক টুইটে অভিনন্দন জানিয়েছেন মোদী। ‘কিসান পুত্র’ উপরাষ্ট্রপতি হওয়ায় নিজের খুশির কথাও গোপন করেননি তিনি।
I thank all those MPs who have voted for Shri Jagdeep Dhankhar Ji. At a time when India marks Azadi Ka Amrit Mahotsav, we are proud to be having a Kisan Putra Vice President who has excellent legal knowledge and intellectual prowess. @jdhankhar1 pic.twitter.com/JKkpyAkv3i
— Narendra Modi (@narendramodi) August 6, 2022
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে শুভেচ্ছা জানানোর পাশাপাশি গিয়েছিলেন ধনখড়ের বাড়িতেও। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূশ গয়ালও ধনখড়ের বাড়ি গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে আসেন।
Met the newly elected Vice President of India, Shri @jdhankhar1 Ji and congratulated him.
भारत के नवनिर्वाचित उपराष्ट्रपति श्री @jdhankhar1 जी से भेंट कर उन्हें बधाई दी। pic.twitter.com/xoTdd4wZt3
— Amit Shah (@AmitShah) August 6, 2022
BJP leaders including BJP National President JP Nadda, Union Minister Piyush Goyal, Parliamentary Affairs Minister Pralhad Joshi among others, meet with Vice President-elect Jagdeep Dhankhar at his residence in Delhi pic.twitter.com/IhVz5tc0kx
— ANI (@ANI) August 6, 2022
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুভেচ্ছা জানিয়েছেন ধনখড়কে। তিনি এএনআই-কে বলেছেন, “এক জন কৃষক সন্তান উপরাষ্ট্রপতি হওয়ায় আমি খুব খুশি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবেও নিজের দায়িত্ব সফল ভাবে পালন করেছেন তিনি।”
এর পাশাপাশি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহ্বান, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর শুভেচ্ছা জানিয়েছেন ধনখড়কে।
#WATCH | Delhi: PM Narendra Modi, BJP chief JP Nadda & Vice-President elect Jagdeep Dhankhar engage in a conversation, as PM Modi leaves from the residence of Dhankhar after congratulating him on being elected the Vice President of India pic.twitter.com/1DnEhvbh7S
— ANI (@ANI) August 6, 2022
উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী প্রার্থী মার্গারেট আলভাও। শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি লিখেছেন, “নির্বাচন শেষ হয়েছে। এখন সংবিধানকে বাঁচানোর, গণতন্ত্রকে জোরদার করার লড়াই লড়তে হবে।” কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও শুভেচ্ছা জানিয়েছেন ধনখড়কে। পাশাপাশি মার্গারেট আলভাকেও ধন্যবাদ জানিয়েছেন। এনসিপি প্রধান শরদ পওয়ার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল শুভেচ্ছা জানিয়েছেন ধনখড়কে।
Congratulations to Shri Jagdeep Dhankhar ji on being elected as the 14th Vice-President of India.
Thank you to Smt @alva_margaret ji for representing the spirit of the joint Opposition with grace and dignity.
— Rahul Gandhi (@RahulGandhi) August 6, 2022
#WATCH | Rajasthan: Locals in Jhunjhunu, the native place of NDA’s Jagdeep Dhankhar, burst into celebrations after his election the the office of Vice President of India pic.twitter.com/980QyGdxdf
— ANI (@ANI) August 6, 2022
ধনখড় উপরাষ্ট্রপতি হতেই উৎসবে মেতেছেন রাজস্থানে তাঁর গ্রামের বাসিন্দারা। বাজি পুড়িয়ে বাজনা বাজিয়ে উৎসবে মেতেছেন তাঁরা।