Vice Presidential Election 2022: উপরাষ্ট্রপতি হয়েই শুভেচ্ছার বন্যায় ভাসলেন ধনখড়, ‘কিসানপুত্র’র সঙ্গে সাক্ষাৎ মোদী-শাহের

Vice Presidential Poll 2022: ধনখড় উপরাষ্ট্রপতি হতেই উৎসবে মেতেছেন রাজস্থানে তাঁর গ্রামের বাসিন্দারা। বাজি পুড়িয়ে বাজনা বাজিয়ে উৎসবে মেতেছেন তাঁরা।

Vice Presidential Election 2022: উপরাষ্ট্রপতি হয়েই শুভেচ্ছার বন্যায় ভাসলেন ধনখড়, 'কিসানপুত্র'র সঙ্গে সাক্ষাৎ মোদী-শাহের
মোদী এবং ধনখড়
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2022 | 12:04 AM

নয়াদিল্লি: বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে হারিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন এনডিএ সমর্থিত প্রার্থী জগদীপ ধনখড়। ৫২৮টি ভোট পেয়েছেন তিনি। জয় ঘোষণার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসেছেন ধনখড়। শাসক, বিরোধী সব শিবির থেকেই শুভেচ্ছাবার্তা এসেছে দেশের ১৪ তম উপরাষ্ট্রপতির উদ্দেশে। উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পরই জগদীপ ধনখড়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফুলের তোড়া দিযে সদ্যনির্বাচিত উপরাষ্ট্রপতিতে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পাশাপাশি যে সব সাংসদ ধনখড়কে ভোট দিয়েছেন তাঁদেরকেও একটি পৃথক টুইটে অভিনন্দন জানিয়েছেন মোদী। ‘কিসান পুত্র’ উপরাষ্ট্রপতি হওয়ায় নিজের খুশির কথাও গোপন করেননি তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে শুভেচ্ছা জানানোর পাশাপাশি গিয়েছিলেন ধনখড়ের বাড়িতেও। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূশ গয়ালও ধনখড়ের বাড়ি গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে আসেন।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুভেচ্ছা জানিয়েছেন ধনখড়কে। তিনি এএনআই-কে বলেছেন, “এক জন কৃষক সন্তান উপরাষ্ট্রপতি হওয়ায় আমি খুব খুশি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবেও নিজের দায়িত্ব সফল ভাবে পালন করেছেন তিনি।”

এর পাশাপাশি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহ্বান, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর শুভেচ্ছা জানিয়েছেন ধনখড়কে।

উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী প্রার্থী মার্গারেট আলভাও। শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি লিখেছেন, “নির্বাচন শেষ হয়েছে। এখন সংবিধানকে বাঁচানোর, গণতন্ত্রকে জোরদার করার লড়াই লড়তে হবে।” কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও শুভেচ্ছা জানিয়েছেন ধনখড়কে। পাশাপাশি মার্গারেট আলভাকেও ধন্যবাদ জানিয়েছেন। এনসিপি প্রধান শরদ পওয়ার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল শুভেচ্ছা জানিয়েছেন ধনখড়কে।

ধনখড় উপরাষ্ট্রপতি হতেই উৎসবে মেতেছেন রাজস্থানে তাঁর গ্রামের বাসিন্দারা। বাজি পুড়িয়ে বাজনা বাজিয়ে উৎসবে মেতেছেন তাঁরা।

ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে