HORRIFIC VIDEO: একের পর এক গাড়ি ও বাইকে ধাক্কা বাসের, কাড়ল প্রাণও

বাসের ধাক্কায় একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপর এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাস চালক নিয়ন্ত্রণ হারানোর জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘাতক বাসের চালককে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

HORRIFIC VIDEO: একের পর এক গাড়ি ও বাইকে ধাক্কা বাসের, কাড়ল প্রাণও
ভয়াবহ বাস দুর্ঘটনা দিল্লিতেImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2023 | 10:56 PM

নয়াদিল্লি: ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল নয়াদিল্লিতে। দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারতে থাকে একের পর একে গাড়ি এবং বাইককে। রাস্তার ধারে দাঁড় করানো বেশ কয়েকটি বাইকেও ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারানো বাসটি। এই দুর্ঘটনার ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। তা দেখে চমকে উঠছেন নেটিজেনরা। শনিবার ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির রোহিণী এলাকায়। সেখানকার বিশ্রাম চকে শনিবার দুপুর পৌনে ৩টে নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এবং এক জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

সিসিটিভি ফুটেজের ভিডিয়োয় দেখা গিয়েছে, ইলেকট্রিক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি এবং একটি ই-রিক্সাকে পিষে দিল। তার পর তা থামেনি। এর পর রাস্তার ধারে দাঁড় করানো বেশ কয়েকটি বাইকে ধাক্কা মারল।

বাসের ধাক্কায় একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপর এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাস চালক নিয়ন্ত্রণ হারানোর জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘাতক বাসের চালককে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।